স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

ফিফপ্রো লোগো। ছবি : সংগৃহীত
ফিফপ্রো লোগো। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে সময়টা যে পাল্টে যাচ্ছে, তার সবচেয়ে জোরালো প্রমাণ হয়তো এটাই—প্রায় দুই দশক পর ফিফপ্রো বর্ষসেরা দলে নেই লিওনেল মেসির নাম। এবার সেই জায়গায় এখন দখল করে নিয়েছেন নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্ররা—উসমান দেম্বেলে, লামিন ইয়ামাল কিংবা কোল পালমার। এক যুগ ধরে ফুটবলে আধিপত্য দেখানো নামগুলোকে ছাপিয়ে একদল তরুণ এবার ঘোষণা দিলেন, যুগান্তর শুরু হয়ে গেছে।

ফিফপ্রো বর্ষসেরা পুরুষ একাদশের ঘোষণাটা এসেছে সোমবার। খেলোয়াড়দের ভোটে গঠিত এই দলে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেম্বেলে, দোন্নারুম্মা, হাকিমি, নুনো মেন্ডেস ও ভিটিনহা—মোট পাঁচজন পিএসজি খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই করে প্রতিনিধি—পেদ্রি ও ইয়ামাল বার্সেলোনা থেকে, বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদ থেকে। বাকি দু’জন ইংল্যান্ডের প্রতিনিধি, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও চেলসির নবতরকা কোল পালমার।

এই দলে সবচেয়ে বড় আলোড়ন এনেছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পেয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রজন্মের ব্যবধান। অন্যদিকে, উসমান দেম্বেলে—যিনি এবার ব্যালন ডি’অর জিতেছেন—নিজের সেরা মৌসুমের পুরস্কার পেলেন এখানেও।

তবে সবচেয়ে বড় আলোচনার জায়গা মেসির অনুপস্থিতি। ১৭ বছর টানা এই দলে থাকা আর্জেন্টাইন মহাতারকা টানা দ্বিতীয়বার জায়গা পেলেন না। মায়ামিতে গিয়েও আলোচনার কেন্দ্রে ছিলেন, কিন্তু ভোটে জায়গা করে নিতে পারেননি।

একইসঙ্গে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহও। বিশেষ করে সালাহ—যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট দুই তালিকাতেই শীর্ষে থেকে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছিলেন—তার না থাকা অনেককেই অবাক করেছে।

যুগের পর যুগ মেসি-রোনালদোর দখলে থাকা ফুটবল বিশ্ব এখন ধীরে ধীরে নতুন মালিকদের হাতে যাচ্ছে। ফিফপ্রো একাদশের নাম দেখে মনে হচ্ছে, আগামী দশকের মুখগুলো আমরা ইতিমধ্যেই চিনে ফেলেছি।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ ২০২৫:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানসিটি)

রক্ষণভাগ: আচরাফ হাকিমি (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), নুনো মেন্ডেস (পিএসজি)

মিডফিল্ড: ভিটিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কোল পালমার (চেলসি)

আক্রমণভাগ: লামিন ইয়ামাল (বার্সেলোনা), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারফরম্যান্স বোনাসসহ চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

চমক রেখে দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

মানিকগঞ্জে ২টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন : ট্রাম্প

মনোনয়ন পেয়ে ইশরাকের বার্তা

ভেনেজুয়েলায় যুদ্ধ নিয়ে কী ভাবছেন ট্রাম্প

আল-আসাদের পতনের পর সিরিয়া-তুরস্ক সম্পর্কের নতুন মোড়

শরীয়তপুর ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

মৌলভীবাজার ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা 

১০

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

০৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

১৬

বিএনপি একটি সুন্দর রাষ্ট্র গড়তে চায় : কফিল উদ্দিন

১৭

১১৪ আসনে নতুন প্রার্থী বিএনপির

১৮

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৯

শেরপুরের তিনটি আসনে বিএনপির ভরসা যারা

২০
X