স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-উন্মাদনা ‍নিয়ে প্রশ্ন ছুড়লেন ভারতের স্বর্ণজয়ী শুটার

ভারতে মেসি। ছবি : সংগৃহীত
ভারতে মেসি। ছবি : সংগৃহীত

ভারতে ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসির চার শহরের সফর ঘিরে যখন উচ্ছ্বাস, ভিড় আর তারকাখচিত আয়োজন—ঠিক তখনই ভিন্ন সুর তুললেন ভারতের অন্যতম বড় ক্রীড়া আইকন অভিনব বিন্দ্রা। আর্জেন্টাইন মহাতারকাকে আক্রমণ না করেও তিনি তুলে ধরলেন একটি অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন: ভারত কি সত্যিই ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, নাকি দূর থেকে বিশ্বতারকাদের উদ্‌যাপন করেই সন্তুষ্ট থাকছে?

কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই পেরিয়ে সোমবার নয়াদিল্লিতে শেষ হচ্ছে মেসির ভারত সফর। ভিআইপি সাক্ষাৎ, করপোরেট আয়োজন, রাজনৈতিক ও বলিউড উপস্থিতিতে এই সফর রীতিমতো ‘মেসি-ম্যানিয়া’তে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটেই অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে নিজের ভাবনার কথা জানান।

বিন্দ্রা স্পষ্ট করে দেন, তার মন্তব্য কোনোভাবেই মেসির বিরুদ্ধে নয়। বরং মেসির সংগ্রাম, সাফল্য আর বৈশ্বিক প্রভাবের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। আধুনিক ক্রীড়ার অর্থনীতি, ব্র্যান্ডিং আর আইকনদের আকর্ষণ তিনি বোঝেন বলেও উল্লেখ করেন। তবে এই উন্মাদনার মাত্রা তাকে ভাবিয়েছে— দেশের ক্রীড়া অগ্রাধিকারের জায়গাটা ঠিক কোথায়?

তার প্রশ্ন, যে বিপুল অর্থ, শক্তি আর মনোযোগ কয়েক দিনের সফরের পেছনে ব্যয় হচ্ছে, তার সামান্য অংশও যদি মাঠ, কোচিং, কিংবা তৃণমূল ক্রীড়া কাঠামোয় বিনিয়োগ হতো— তাহলে কী বদল আসতে পারত না? বিন্দ্রার ভাষায়, ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে না ঝলমলে মুহূর্তে, গড়ে ওঠে ব্যবস্থায়— ধৈর্যে, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এবং সাধারণ শিশুর অসাধারণ স্বপ্নে বিশ্বাস রেখে।

তিনি মনে করিয়ে দেন, বড় ক্রীড়া জাতি তৈরি হয় না কেবল অনুপ্রেরণায়। অনুপ্রেরণার সঙ্গে দরকার সুযোগ— খেলার মাঠ, প্রশিক্ষিত কোচ, নিয়মিত প্রতিযোগিতা আর এমন এক পরিবেশ, যেখানে খেলাধুলা উৎসব নয়, দৈনন্দিন অভ্যাস হয়ে ওঠে।

মেসির মতো আইকনরা একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেন— এটি স্বীকার করেই বিন্দ্রা বলেন, সেই অনুপ্রেরণাকে বাস্তবে রূপ দিতে না পারলে তা ক্ষণস্থায়ী হয়ে যাবে। তার মতে, কিংবদন্তিদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হয় বড় আয়োজন দিয়ে নয়, বরং এমন ব্যবস্থা তৈরি করে, যেখানে দেশের কোনো এক কোণে একটি শিশু মাঠ পায়, কোচ পায় এবং স্বপ্ন দেখার সুযোগ পায়।

মেসি-উন্মাদনার মাঝেই তাই বিন্দ্রার এই প্রশ্ন কেবল সমালোচনা নয়, বরং ভারতের ক্রীড়া ভবিষ্যৎ নিয়ে এক গভীর আত্মসমালোচনার আহ্বান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X