স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

রদ্রির লাল কার্ডের দিনে জয় পেয়েছে সিটি-ইউনাইটেড

ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজ ও ম্যানসিটি স্ট্রাইকার হলান্ড। ছবি : সংগৃহীত
ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজ ও ম্যানসিটি স্ট্রাইকার হলান্ড। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আরও একটি গোলবন্যার ম্যাচ দেখার কথায় হয়তো ভাবছিল ইতিহাদের দর্শকরা। এমনকি ১৪ মিনিটের মধ্যেই নটিংহ্যাম ফরেস্টের জালে দুই গোলও দেয় ম্যানচেস্টার সিটি। কিন্তু সেখানেই থমকে যায় গতবারের চ্যাম্পিয়নরা। মিডফিল্ডার রদ্রি লাল কার্ড দেখলে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি হলান্ড-ফোডেনরা। তবে একই দিনে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও হারের বৃত্ত ভেঙে জয়ে ফিরেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ইপিএলে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ও আর্লিং হলান্ড সিটির হয়ে গোল করেন। এ ছাড়া বার্নালির মাঠ থেকে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে ১-০ তে জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে সপ্তম মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। ইংলিশ ফুলব্যাক কাইল ওয়াকারের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন ফিল ফোডেন। ১-০ তে এগিয়ে যাওয়ার সাত মিনিট পর আবারও সিটির গোল। এবার ব্যবধান দ্বিগুণ করেন নরওয়েজিয়ান গোলমেশিন স্ট্রাইকার আর্লিং হলান্ড। ম্যাথুস নুনেসের অসাধারণ ভলি থেকে হেডে সিটিজেনদের ২-০ গোলের লিড এনে দেন সিটি তারকা।

প্রথমার্ধে ৭৮ শতাংশ বল দখল নিজেদের কাছে রাখে ম্যানসিটি। কিন্তু আর কোনো গোল আদায় করতে পারেনি সিটি। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই লাল কার্ড দেখেন মিডফিল্ডার রদ্রি। কর্নার লাইনের কাছে নটিংহ্যামের মরগান গিবস-হোয়াইটের গলা চেপে ধরেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সরাসরি লালকার্ড দেখান রেফারি। এমনকি ভিএআর চেক করেও সিদ্ধান্ত বদলাননি ইংলিশ রেফারি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরেস্ট। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় ২-০তে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই জয়ে ছয় ম্যাচে শতভাগ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম।

এদিকে দিনের আরেক ম্যাচে বার্নলির মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় ম্যানইউ। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রাখে বার্নলি। তবে ঠিকই জয় নিয়ে ফিরেছে রেড ডেভিলসরা। ম্যাচের ৪৫ মিনিটে একমাত্র গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারার পর জয়ের মুখ দেখল ইউনাইটেড। এই জয়ে ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার আটে উঠে এসেছে এরিক টেন হ্যাগের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১০

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১১

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১২

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৩

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৪

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৫

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৬

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৭

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

১৮

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

১৯

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

২০
X