

আগামী জুনে শুরু হবে ফিফা বিশ্বকাপ। ফিফার মেগা এই টুর্নামেন্ট শুরুর বাকী মাত্র ৫ মাস। তার আগেই আর্জেন্টাইন ভক্ত-অনুরাগীদের দুঃসংবাদ দিলেন দেশটির বিশ্বকাপজয়ী রক্ষণসৈনিক হুয়ান ফয়েথ। অনেক আগেভাগেই বিশ্বকাপে খেলার স্বপ্ন যে ভেঙ্গে চুরমার হয়ে গেছে তার।
গত শনিবার ভিয়ারিয়ালের হয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার মাঝে চোটে পড়েছেন আর্জেন্টিনার এই ২৮ বছর বয়সী ডিফেন্ডার। ২৩ মিনিটে প্রতিপক্ষের কারও সঙ্গে সংঘর্ষ না হলেও, পায়ে চোট পান ফয়েথ। একপর্যায়ে তীব্র ব্যথায় তিনি বদলি হয়ে উঠে যাওয়ার ইঙ্গিত দেন। পরবর্তীতে জানা যায়, ফয়েথের অ্যাকিলিস হিল টেন্ডন (গোড়ালি) ছিড়ে গেছে।
গুরুতর এই চোটে চলতি মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামা হচ্ছে না হুয়ান ফয়েথের। তার ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, পরীক্ষায় ফয়েথের চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে। পরবর্তীতে তার অস্ত্রোপচারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে গেল এই আলবিসেলেস্তে সেন্টারব্যাকের।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সরাসরি বলেই দিয়েছে যে, ফয়েথের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। এর আগেও ফয়েথ দীর্ঘমেয়াদি হাঁটু ও কাঁধের চোটে ভুগেছেন। সম্প্রতি ভিয়ারিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু চলতি মৌসুমে তাকে আর পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। পাঁচ মাসেরও বেশি সময় আগে বিশ্বকাপের স্কোয়াড প্রস্তুত করা অবশ্য অমূলক। তবে ইতোমধ্যে নিজের প্রাথমিক দলের তালিকা তৈরির কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই দলে থাকার প্রবল সম্ভাবনা ছিল হুয়ান ফয়েথের। কিন্তু এই চোঁট তাকে দীর্ঘ সময়ের জন্যই মাঠ থেকে ছিটকে দিল।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ আসর শুরু হবে। বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। গ্রুপপর্বে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হবে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন