স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপে ‘গালির’ শিকার আর্জেন্টিনাও

বিশ্বকাপ জয়ের পরেও সামাজিক মাধ্যমে গালমন্দ শুনতে হয়েছে আর্জেন্টিনাকে। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ জয়ের পরেও সামাজিক মাধ্যমে গালমন্দ শুনতে হয়েছে আর্জেন্টিনাকে। ছবি : সংগৃহীত

ফুটবল সমর্থকরা ফুটবল ম্যাচ নিয়ে তাদের চিন্তা ভাবনা জানান দিতে পছন্দ করেন। আর এই চিন্তা ভাবনা প্রকাশের জন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বেছে নেন। স্বাভাবিকভাবেই তাদের এই চিন্তা ভাবনাগুলো সবসময় ইতিবাচক হয় না।

ইউরোপিয়ান ফুটবলের মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের এরকম নেতিবাচক মন্তব্য দেখা যায় সবচেয়ে বেশি। এবারের কাতার বিশ্বকাপেও ফুটবলভক্তদের ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্যে ভরপুর ছিল। বিদ্রুপ ও বর্ণবাদী মন্তব্য হয়েছে অগণিত। পুরো বিশ্বকাপজুড়ে এ নিয়ে নজরদারি করেছিল ফিফার ‘সোশ্যাল মিডিয়া প্রটেকশন সার্ভিস’ (এসএমপিএস)।

বিশ্বকাপের ছয় মাস অতিবাহিত হওয়ার পর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা এবং খেলোয়াড়দের নিয়ে করা সংগঠন ফিফপ্রো। সেই প্রতিবেদন থেকে জানা যায়, কাতার বিশ্বকাপে খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালদের উদ্দেশ্য করে প্রায় ২০ হাজার আপত্তিকর পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। সেই আপত্তিকর পোস্টের শিকার হওয়াদের তালিকায় ফ্রান্স শীর্ষে, মেক্সিকো দুই, ব্রাজিল তিন এবং চারে অবস্থান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

ফিফা এবং ফিফপ্রোর তত্ত্বাবধানে বানানো একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটি পোস্ট বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণকৃত পোস্টের মধ্যে দুই লাখ ৮৬ হাজার ৮৯৫টি পোস্ট আপত্তিকর বা আপত্তিকর হতে পারে এই আশঙ্কায় আড়াল করে দেওয়া হয়।

আপত্তিকর যে ২০ হাজার পোস্ট করা হয়েছে তার মধ্যে ২৬ দশমিক ২৪ শতাংশ ছিল সাধারণ নেতিবাচক কথা। ১০ দশমিক ৭০ শতাংশ পোস্ট ছিল বর্ণবৈষম্যমূলক। আর হুমকি দিয়ে পোস্ট ছিল ৪ দশমিক ৬২ শতাংশ। এর বাইরে যৌনতা ও পারিবারিকভাবে সম্মানহানি হয় এ রকম পোস্ট প্রচুর করা হয়।

ফিফপ্রোর প্রতিবেদন থেকে পাওয়া যায়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবে প্রায় দুই কোটি পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, এর মধ্যে চার লাখ ৩৩ হাজার ৬৯৬টি পোস্টে ব্যবহৃত ভাষা ছিল পুরোপুরি আপত্তিকর। এগুলো ‘ফ্লাগড’ পোস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর এই তথ্য একটি বিশেষজ্ঞ দল ‘ডাবল হিউম্যান ট্রায়াজ’ প্রক্রিয়ায় বিশ্লেষণ করে ১৯ হাজার ৬৩৬টি পোস্টের ভাষা ও বিষয়বস্তু আপত্তিকর মানহানিকর, বৈষম্যপূর্ণ ও হুমকিমূলক হিসেবে পেয়েছে। টুইটারে এমন নেতিবাচক পোস্ট হয়েছে সবচেয়ে বেশি। ফিফার অভিযোগের পর এ ধরনের ২৩ শতাংশ পোস্ট মুছে ফেলেতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ।

ইংলিশ ভক্তদের এমনিতেই রগচটা বলে দুর্নাম আছে, তার প্রমাণ তারা দিয়েছে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে সবচেয়ে বেশি আপত্তিকর পোস্ট হওয়া ম্যাচ বানিয়ে। ম্যাচটিতে পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এই ম্যাচ নিয়ে করা ১২ হাজারের বেশি পোস্ট ও মন্তব্য রিপোর্ট করেছে ফিফা। ফ্রান্স-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল নিয়ে করা আপত্তিকর পোস্ট ও মন্তব্যের সংখ্যা এই তালিকায় দুইয়ে ১২ হাজারে কাছাকাছি। মরক্কো ও পর্তুগালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে এরপরই প্রায় ১১ হাজার আপত্তিকর পোস্ট ও নেতিবাচক মন্তব্য করা হয়।

গ্রুপপর্বে অন্য দলের সঙ্গে তুলনা করলে মেক্সিকোর খেলোয়াড়দের নিয়ে সবচেয়ে বেশি আপত্তিকর পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে ব্রাজিল, ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে করা আপত্তিকর ও অপমানজনক পোস্টের সংখ্যা মেক্সিকোকেও ছাপিয়ে যায়। পুরো বিশ্বকাপে খেলোয়াড়, জাতীয় দল এবং ফেডারেশনের অফিসিয়াল অ্যাকাউন্টের উদ্দেশে দেওয়া আপত্তিকর বার্তার শিকার হওয়ায় অন্যদের ছাপিয়ে গেছে ২০১৮ বিশ্বকাপ শিরোপাজয়ী ফ্রান্স। বিশ্বকাপ রানার্সআপদের নিয়ে এমন প্রায় ছয় হাজার বার্তা চিহ্নিত করেছে ফিফার সোশ্যাল মিডিয়া প্রটেকশন সার্ভিস।

আপত্তিকর পোস্টের আরেক লক্ষ্য ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলটি এবং তার খেলোয়াড়দের উদ্দেশ্য করে তিন হাজারের বেশি আপত্তিকর বার্তা পোস্ট করা হয়। এই তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ড। ইংলিশ খেলোয়াড়, জাতীয় দল ও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অ্যাকাউন্ট উদ্দেশ্য করে প্রায় তিন হাজার বার্তা রিপোর্ট করা হয়েছে।

এই তালিকায় চতুর্থ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা। মেসিদের লক্ষ্যবস্তু বানিয়ে দেড় হাজারের মতো আপত্তিকর বার্তা রিপোর্ট করেছে ফিফা। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এমন বার্তা হজম করেছে এক হাজারের একটু বেশি।

গত রোববার (১৮ জুন) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপে খেলোয়াড়, জাতীয় দল ও ফেডারেশন নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন—এমন তিন শতাধিক মানুষকে চিহ্নিত করেছে ফিফা। তাদের পরিচয় যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X