মদকাণ্ডে জড়িত পাঁচ ফুটবলারকে শাস্তির আওতায় এনেছে বসুন্ধরা কিংস। তাদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।
তাদের মধ্যে শেখ মোরসালিনকে ১ লাখ টাকা জরিমানা, রিমন হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা, তপু বর্মনকে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ও ১ লাখ টাকা জরিমানা, আনিসুর রহমান জিকোকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ এবং তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি ক্লাবটি এসব তথ্য জানিয়েছে। বসুন্ধরা কিংসের দলের সঙ্গে গমনকারী অফিসিয়ালদের আরও অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়েছে।
মদকাণ্ড সামনে আসার পর জাতীয় দল থেকেও বাদ পড়েন জড়িত ফুটবলাররা।
গত মাসে এএফসি কাপে মালদ্বীপের মালেতে খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বসুন্ধরা কিংস তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেনকে নিষিদ্ধ করে।
পরে জানা জানা যায়, মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরদিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পর বিমানবন্দরে অভিযুক্ত পাঁচ ফুটবলারের কাছে মদ পান কাস্টমস কর্মকর্তারা। তিনজনের কাছে প্রায় ৭৪ বোতল মদ পান কাস্টমস কর্মকর্তারা।
মন্তব্য করুন