স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ফ্রেডরিকো ভালভার্দে। আগামী ২০২৯ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসদের হয়ে খেলবেন উরুগুয়ান মিডফিল্ডার। নতুন চুক্তিতে ১ বিলিয়ন ডলার রিলিজ ক্লজ রাখা হয়েছে রিয়াল মিডফিল্ডারের।
২৫ বছর বয়সী মিডফিল্ডার ২০১৬ সালে উরুগুয়ের ক্লাব পেনারোল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে লা লিগার ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত থাকার চুক্তি স্বাক্ষর করেছিলেন ভালভার্দে। এখন নতুন করে আরও দুই বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার অর্থ ২০২৯ সাল পর্যন্ত ইউরোপ সেরা ক্লাবটির সাথে থাকবেন তিনি।
রিয়ালের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন ভালভার্দে। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ১৩টি গোলের দেখা পেয়েছেন তিনি। ২০১৭ সালে এক বছরের জন্য ধারে রিয়াল থেকে দেপোর্টিভো লা কারুনাতে গিয়েছিলেন ভালভার্দে। এ ছাড়া জাতীয় দলে উরুগুয়ের হয়ে ৫৩ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন ভালভার্দে। এ ছাড়াও গত বছর মরক্কোয় অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন এই উরুগুয়ান তারকা।
মন্তব্য করুন