রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

আগামীকাল লড়াই দুই অধিনায়কের মধ্যেও। ছবি : সংগৃহীত
আগামীকাল লড়াই দুই অধিনায়কের মধ্যেও। ছবি : সংগৃহীত

ফুটবলে কিছু দ্বৈরথ আছে যা খেলার মাঠ ছাড়িয়ে কিংবদন্তির জায়গা নিয়ে নিয়েছে। যার মধ্যে অন্যতম চিত্তাকর্ষক একটি দ্বৈরথ হলো দক্ষিণ আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার দ্বৈরথ। ফুটবল সমর্থকরা যার নাম দিয়েছে সুপার ক্লাসিকো। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর সাড়ে ৬টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে দুই দল। উভয় দলই আগের ম্যাচের পরাজয় থেকে ফিরে আসতে চাইবে।

বিশ্বকাপ বাছাই পর্বে গত দুবারই শীর্ষে থেকে শেষ করেছিল ব্রাজিল। কিন্তু এবারের বাছাই পর্বে বেহাল দশা সেলেসাওদের। টানা দুই ম্যাচে হেরে পঞ্চম স্থানে ব্রাজিল। যার মধ্যে সর্বশেষটি কলম্বিয়ার সাথে। অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে।

এবারের বাছাইয়ে ব্রাজিলের ফর্ম তুলনামূলক খারাপই বলা চলে, সেলেসাওরা দুটি জয়, একটি ড্র এবং দুটি পরাজয়ের রেকর্ড নিয়ে সাত পয়েন্ট সংগ্রহ করেছে, যা তাদের পঞ্চম অবস্থানে রেখে দিয়েছে যা শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে।

ফার্নান্দো দিনিজের দল বলিভিয়া এবং পেরুর বিপক্ষে পরপর জয় দিয়ে তাদের ২০২৬ বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করেছিল, কিন্তু অক্টোবরে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে তারা ড্র করে।

পরে ১৭ অক্টোবরে উরুগুয়ে ব্রাজিলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের রেকর্ড করে তারপর আবার কলম্বিয়া পাঁচবারের বিশ্বকাপজয়ীকে ২-১ গোলে পরাজিত করার আগে অবশ্য ওইদিন চতুর্থ মিনিটেই গ্যাব্রিয়েল মার্টিনেলি ব্রেকথ্রু এনে দেওয়ার পর লুইস দিয়াজ কলম্বিয়ার হয়ে জোড়া গোল করেন। প্রতিযোগিতায় এটি ব্রাজিলের বছরের শেষ ম্যাচ এবং এটি তাদের সমর্থকদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য উপযুক্ত সুযোগ, কিন্তু আরেকটি খারাপ ফলাফল সম্ভবত তাদের শীর্ষ ছয় থেকে ছিটকে দিতে পারে যদিও তা সাময়িক সময়ের জন্য।

সেলেসাওরা শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল, কিন্তু কাতারে গত বছরসহ তাদের শেষ ৫টি টুর্নামেন্টের ৪টিতে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকে তাদের ফর্ম পড়তির দিকেই।

অন্যদিকে আগামীকালের ম্যাচে মেসি ও আর্জেন্টিনার জন্য থাকছে আক্ষেপ মেটানোর সুযোগ। গতবার বাছাই পর্বে ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনা। ঘরের মাঠে ব্রাজিলের সঙ্গে ড্র করার পর ফিরতি লেগের খেলাটি করোনা মহামারির কারণে প্রথমে স্থগিত হয়। পরে ম্যাচটি মাঠে গড়ালে আর্জেন্টিনা লিডও পেয়েছিল। কিন্তু আর্জেন্টিনার করোনা প্রটোকল ভাঙার অভিযোগে ম্যাচটি বাতিল হয়ে যায়। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ আলবিসেলেস্তেদের সামনে।

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করার পরও শিরোপা জিতে নিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এতদিন অপরাজিতই ছিল আর্জেটিনা। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ ম্যাচে ঘরের মাঠেই উরুগুয়ের বিপক্ষে হেরেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন মায়েস্ত্রো কোচ মার্সেলো বিয়েলসার উরুগুয়ের কাছে ট্যাকটিকসে দারুণভাবে ধরা খেয়েছে লিওনেল স্ক্যালোনির দল। তবে পাঁচ ম্যাচের ৪টিতে জয় পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষেই আছে আলবিসেলেস্তেরা।

এখন দেখার বিষয় আগামীকাল ভোরে কোন দলের পায়ে জাদু ফুটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১০

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১১

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১২

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৩

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৪

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৫

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৬

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৭

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৮

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৯

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

২০
X