স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো

যেমন হতে পারে দুই দলের একাদশ

যেমন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার একাদশ। ছবি: সংগৃহীত
যেমন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার একাদশ। ছবি: সংগৃহীত

আর মাত্র ১০ ঘণ্টার অপেক্ষা তারপরই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে লিওনেল মেসিসহ বিশ্বকাপ জয়ী দলের অধিকাংশ ফুটবলারকে নিয়ে; তবে ব্রাজিল পাবে না নেইমার, ভিনিসিয়ুস ও ক্যাসেমিরোর মতো তারকাদের। তাদের ছাড়া ব্রাজিলকে খেলতে হবে একপ্রকার নতুন চেহারার এক দল নিয়ে। শুরুর একাদশে কাতারে বিশ্বকাপ খেলা দলের নিয়মিতদের মধ্যে সর্বোচ্চ দুই-তিনজনকে দেখা যেতে পারে।

ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভিনিসিয়ুস জুনিয়রকে হারায় সেলেসাওরা। যার অর্থ এই ম্যাচের জন্য তাদের শুরুতে অন্তত একটি পরিবর্তন করতেই হবে।

আরেক ফরোয়ার্ড জোয়াও পেড্রোকে কলম্বিয়ার সাথে পরাজিত হওয়া ম্যাচে ভিনিসিয়ুসের বদলি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং ধারণা করা হচ্ছে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের এই ফরোয়ার্ড এখন সম্ভাব্যভাবে শুরুর একাদশে আসতে পারে। আর গত ম্যাচের গোলদাতা মার্টিনেলির মিডফিল্ডে খেলার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে।

আগামী বছর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ব্রাজিলিয়ান এনড্রিককে এই ম্যাচেও বদলি হিসেবে নামানো হবে বলে আশা করা হচ্ছে। অবশ্য ব্রাজিল দলের জন্য সুখবর হলো আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস হ্যামস্ট্রিং সমস্যার ছাপিয়ে প্রশিক্ষণে ফিরে এসেছেন।

এদিকে ডগলাস লুইজকে আন্দ্রে এবং ব্রুনো গুইমারেসের মিডফিল্ডকে শক্তিশালী করার জন্য তৃতীয় মিডফিল্ডার হিসেবে খেলানো হতে পারে।

আর্জেন্টিনার জন্য অবশ্য সমস্যা অন্যরকম। প্রধান কোচ লিওনেল স্কালোনি গত ম্যাচে উরুগুয়ের কাছে হারের হতাশার পরেও তার চিরচেনা একাদশ ওইভাবে এলোমেলো করার লোভ প্রতিহত করবেন বলে আশা করা হচ্ছে।

তবে অ্যাটাকীয় লাইনে একটি পরিবর্তন আসতে পারে, লাওতারো মার্টিনেজকে নিকোলাস গঞ্জালেজের জায়গায় দেখা যেতে পারে।

জুলিয়ান আলভারেজকে উইঙ্গার হিসেবে দেখা যেতে পারে কিন্তু রদ্রিগো ডি পল মিডফিল্ডে তার অবস্থান ধরে রাখার সম্ভাবনাই বেশি।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন, এমারসন, মার্কুইনোস, মাঘাইলেস, লডি, আন্দ্রে, ডগলাস লুইস, গিমারেজ, রাফিনহা, মার্টিনেলি/জোয়াও পেদ্রো ও রদ্রিগো গোয়েস ।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমি মার্টিনেজ, মলিনা, ওটামেন্ডি, রোমেরো, ত্যাগলিয়াফিকো, এনজো, ডি পল, ম্যাক অ্যালিস্টার, মেসি, ডি মারিয়া ও লাওতারো মার্টিনেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

জকসু নির্বাচন / ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

কীসের নেশায় গ্রিনল্যান্ড চান ট্রাম্প?

অবসরের পর কোচ নন, ক্লাব মালিক হতে চান মেসি

বহিষ্কারের পর তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

গণভোটের পরীক্ষায় আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

সিলেটে রায়হান হত্যা : পেছালো রায় ঘোষণা, হচ্ছে অধিকতর শুনানি

আশা করি বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে : জোভান

১০

গাজীপুরে আরও এক কারখানা বন্ধ ঘোষণা

১১

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১২

তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা, রুশ সাবমেরিন মোতায়েন

১৩

ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা হাতেনাতে আটক

১৪

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৫

কুমিল্লায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৭

হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা

১৮

আইইডিসিআর / নিপাহ ভাইরাস ৩৫ জেলায়, আক্রান্ত হলেই মৃত্যু

১৯

নামাজের সময় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়, জানুন

২০
X