ব্রাজিলের বিপক্ষে জয়ের পর বোমা ফাটিয়েছিলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সরাসরি না বললেও জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি। এরপর আর্জেন্টাইন গণমাধ্যম জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে মতবিরোধ চলছে বিশ্বকাপজয়ী কোচের। যত দিন যাচ্ছে সেই মতবিরোধ ততই প্রকাশ্যে আসছে। এই মতবিরোধের কারণে আগামী মাসে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে যাচ্ছেন না স্কালোনি। ২০২৪ সালের জুনে মার্কিন মুল্লুকে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। এর আগে আগামী ৭ ডিসেম্বর সেখানে ১৬ দলের কোচ-বোর্ড প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠান। তবে আর্জেন্টাইন ফুটবল প্রধানের সঙ্গে দ্বন্দ্বের কারণ ড্র অনুষ্ঠানে যাচ্ছেন না মেসি-মারিয়াদের মাস্টারমাইন্ড স্কালোনি। এমনকি তার দুই সহকারী কোচ পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলও যাচ্ছেন না বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি একটি প্রতিবেদনে জানিয়েছে, তাপিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণে ২০২২ বিশ্বকাপজয়ীদের কোচের পদ ছাড়তে চাইছেন স্কালোনি। তাছাড়া দলের সব বিষয়ে প্রভাব খাটাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল সভাপতি। আর এ কারণে নিজের পরিকল্পনা সাজানো কঠিন হয়ে যাচ্ছে স্কালোনির।
তাপিয়া-স্কালোনির মধ্যে দ্বন্দ্ব বড় আকারে শুরু হয়েছিল ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ তে পরাজয়ের পর। ড্রেসিংরুমে গিয়ে স্কালোনির সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এএফএ প্রধান। মূলত হারের সব দায়ভার স্কালোনির ওপর চাপানোর সবরকম চেষ্টা করেন তাপিয়া।
মন্তব্য করুন