ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে লিগের অন্যতম সেরা দল লিভারপুল। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকেও ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অলরেডরা।
রোববার (৩ ডিসেম্বর) ঘরের মাঠ এনফিল্ডে ৪-৩ গোলে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ৮৭ ও ৮৮ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন এন্ডো ও অ্যালেক্সান্ডার আর্নল্ড।
নিজেদের হোম ভেনুতে শুরু থেকেই প্রভাব বিস্তার করে লিভারপুল। ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। ফুলহামের গোলকিপারের ভুলে ১-০ তে লিড নেয় আলরেডরা। অবশ্য ৪ মিনিটের মধ্যে ফুলহামকে সমতায় ফেরান উইলসন। ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোলে আবারও লিভারপুলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধের যোগ করা সময়ে তিতের গোলে ২-২ সমতা আনে ফুলহাম।
বিরতি থেকে আসার পর বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ৮০ মিনিটে দুর্দান্ত গোলে এনফিল্ডকে নিস্তব্ধ করে দেন ইংলিশ মিডফিল্ডার রেইড। তবে ম্যাচের তখনো নাটকীয়তা অনেক বাকি। পরপর দুই মিনিটের ব্যবধানে ফুলহামের জালে জোড়া গোল দেয় লিভারপুল প্লেয়ার এন্ডো ও আর্নল্ড। বাকি সময়ে রক্ষণভাগ সামলালে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো লিভারপুল। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে ফুলহাম।
মন্তব্য করুন