প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল তারা, আসরের সবচেয়ে বেশি ট্রফিও তাদের দখলে। তবে ২০১৩ সালের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাসের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকেই ভঙ্গুর দশা দলটির। তবে এই মৌসুমে তাদের দুর্ভাগ্য আগের সকল মৌসুমকে ছাড়িয়ে গেছে। এই মৌসুমে লিগে খেলা ১৪ ম্যাচের মধ্যে ৬টিতে হেরে বসে আছে তারা। যার সর্বশেষ গতকাল রাতে নিউক্যাসলের মাঠে ১-০ গোলের পরাজয়।
প্রিমিয়ার লিগের এই মৌসুমে শীর্ষ দশে থাকা আর কোনো দল এত ম্যাচে হারেনি। জয় ও হারের মাঝামাঝিতে কোনো ড্র না থাকায় শীর্ষ চারের দলগুলোর সঙ্গে ইউনাইটেডের পয়েন্টের ব্যবধান বেড়েই চলছে। আর এতে সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা কঠিন থেকে কঠিনতর হচ্ছে টেন হাগের দলের।
গতকাল রাতের পরাজয়ে পয়েন্ট টেবিলের সাতে নামিয়ে দিয়েছে ইউনাইটেডকে। এই মুহূর্তে তাদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে আছে শীর্ষে থাকা আর্সেনাল। ইউনাইটেড যদি দ্রুত ঘুরে দাঁড়াতে না পারে তাহলে লিগের অর্ধেক ম্যাচ শেষ হওয়ার আগেই শীর্ষস্থান তো বটেই সেরা চারের লড়াই থেকেও ছিটকে যেতে হতে পারে তাদের।
ছোট দলের বিপক্ষে ঠিকই জয় আদায় করে নেওয়া টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড, শীর্ষ দশে থাকা দলের সামনে পড়লেই চুপসে যায়। বিশেষ করে তা যদি হয় প্রতিপক্ষের মাঠে। শনিবার (২ ডিসেম্বর) সেইন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যান্থনি গর্ডন।
ঘরের মাঠে ম্যানইউকে রীতিমতো শাসন করেছে ম্যাগপাইরা। গোলের জন্য ২২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেছিল নিউক্যাসল। বিপরীতে ৮ শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে ম্যান ইউনাইটেড।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নিউক্যাসল। ডান দিক থেকে অধিনায়ক কিয়েরান ট্রিপিয়ের দূরের পোস্টের পাসে দৌড়ে গিয়ে বল জালে পাঠান গর্ডন। প্রিমিয়ার লিগে ৩৩৪ মিনিট পর এদিন গোল হজম করল ইউনাইটেড। গত অক্টোবরে ম্যানচেস্টার ডার্বিতে সিটির ফিল ফোডেন ইউনাইটেডের জালে সর্বশেষ বল পাঠিয়েছিলেন।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয়বার নিউক্যাসলের কাছে হারল ম্যান ইউনাইটেড। প্রিমিয়ার লিগে গত এপ্রিলে এই জেমস পার্কেই ২-০ গোলে হেরেছিল তারা। আর গত মাসে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিগ কাপের ম্যাচে ৩-০ গোলে হেরেছিল এরিক টেন হাগের দল। এর আগে ১৯২২ সালে সবশেষ নিউক্যাসলের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরেছিল ইউনাইটেড।
মন্তব্য করুন