স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

জয় উদ্‌যাপনে উন্মত্তায় হতাহত, সতর্কতা জারি!

জয় উদযাপনে গিনি নিহত ৬ জনের শেষকৃত্য। ছবি : সংগৃহীত
জয় উদযাপনে গিনি নিহত ৬ জনের শেষকৃত্য। ছবি : সংগৃহীত

আফ্রিকান নেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামরুনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গিনি। তবে শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে জাম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে দেয় দেশটি। দলের এই জয় উদযাপনে রাস্তায় নেমে আছেন দেশটির জনগণ।

এতে ঘটে হতাহতের ঘটনা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়ে দেশটির ফুটবলপ্রেমীদের আবেগে লাগাম টেনে ধরার বার্তা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন ও জাতীয় ফুটবল দল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশের জয় উদ্‌যাপন করতে রাজধানী কোনাক্রির রাস্তায় নামে হাজারো মানুষের ঢল। উদ্‌যাপনে অংশ নিতে অনেকে গাড়ি এবং মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামেন। গাড়ির বনেটের ওপর বসেও জয় উদ্‌যাপন করতে দেখা গেছে অনেকে।

এ সময় দ্রুতগতিতে চালানো দুটি গাড়ির সংঘর্ষে মারা যান ৩ জন। এমন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। তবে গিনি জাতীয় দলের পক্ষে থেকে বিবিসিকে জানানোয় হয়েছে সব মিলিয়ে মারা গেছেন মোট ৬ জন। এ ঘটনার পর দেশের মানুষকে শান্ত হয়ে উদ্‌যাপন করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

মর্মান্তিক এ ঘটনার পর ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সবাইকে সতর্ক হয়ে উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। ভিডিও বার্তায় বলা হয় গাম্বিয়ার বিপক্ষে জয়ের পর উদযাপনের সময় কিছু সমর্থককে হারানোর ঘটনায় তারা মর্মাহত। সবাই সতর্কতার সঙ্গে উদ্‌যাপন করার এবং নিজেদের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয় সেই ভিডিও বার্তায়।

দলের মিডিয়া ম্যানেজার বিবিসিকে বলেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো দলের ভক্ত এবং জনসাধারণ যেন নিয়ন্ত্রিতভাবে উদ্‌যাপন করে। নিজেদের কোনো ধরনের বিপদে ফেলার ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। কারণ, ফুটবলের লক্ষ্যই হচ্ছে আনন্দ নিয়ে আসা। এ সময় দলের পক্ষে থেকে আরও জানানো হয়, গিনি এমন দেশ যেখানে ফুটবল নিয়ে খুবই আবেগপ্রবণ। তাই এ ধরনের মৃত্যুর আর শোক যেন না করতে হয়। তাই সতর্ক অবস্থায় থেকে যেন সবাই জয় উদ্‌যাপন করে।

আফ্রিকান নেশনস কাপে পরের ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে গিনি। এই ম্যাচে ড্র করলেই পরের পর্ব নিশ্চিত হবে দেশটির। গ্রুপ সি-তে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে সেনেগাল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে গিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১০

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১১

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১২

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৩

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৪

আজ বিশ্ব পুরুষ দিবস

১৫

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৬

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৭

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৮

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৯

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

২০
X