স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

জয় উদ্‌যাপনে উন্মত্তায় হতাহত, সতর্কতা জারি!

জয় উদযাপনে গিনি নিহত ৬ জনের শেষকৃত্য। ছবি : সংগৃহীত
জয় উদযাপনে গিনি নিহত ৬ জনের শেষকৃত্য। ছবি : সংগৃহীত

আফ্রিকান নেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামরুনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গিনি। তবে শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে জাম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে দেয় দেশটি। দলের এই জয় উদযাপনে রাস্তায় নেমে আছেন দেশটির জনগণ।

এতে ঘটে হতাহতের ঘটনা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়ে দেশটির ফুটবলপ্রেমীদের আবেগে লাগাম টেনে ধরার বার্তা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন ও জাতীয় ফুটবল দল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশের জয় উদ্‌যাপন করতে রাজধানী কোনাক্রির রাস্তায় নামে হাজারো মানুষের ঢল। উদ্‌যাপনে অংশ নিতে অনেকে গাড়ি এবং মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামেন। গাড়ির বনেটের ওপর বসেও জয় উদ্‌যাপন করতে দেখা গেছে অনেকে।

এ সময় দ্রুতগতিতে চালানো দুটি গাড়ির সংঘর্ষে মারা যান ৩ জন। এমন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। তবে গিনি জাতীয় দলের পক্ষে থেকে বিবিসিকে জানানোয় হয়েছে সব মিলিয়ে মারা গেছেন মোট ৬ জন। এ ঘটনার পর দেশের মানুষকে শান্ত হয়ে উদ্‌যাপন করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

মর্মান্তিক এ ঘটনার পর ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সবাইকে সতর্ক হয়ে উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। ভিডিও বার্তায় বলা হয় গাম্বিয়ার বিপক্ষে জয়ের পর উদযাপনের সময় কিছু সমর্থককে হারানোর ঘটনায় তারা মর্মাহত। সবাই সতর্কতার সঙ্গে উদ্‌যাপন করার এবং নিজেদের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয় সেই ভিডিও বার্তায়।

দলের মিডিয়া ম্যানেজার বিবিসিকে বলেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো দলের ভক্ত এবং জনসাধারণ যেন নিয়ন্ত্রিতভাবে উদ্‌যাপন করে। নিজেদের কোনো ধরনের বিপদে ফেলার ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। কারণ, ফুটবলের লক্ষ্যই হচ্ছে আনন্দ নিয়ে আসা। এ সময় দলের পক্ষে থেকে আরও জানানো হয়, গিনি এমন দেশ যেখানে ফুটবল নিয়ে খুবই আবেগপ্রবণ। তাই এ ধরনের মৃত্যুর আর শোক যেন না করতে হয়। তাই সতর্ক অবস্থায় থেকে যেন সবাই জয় উদ্‌যাপন করে।

আফ্রিকান নেশনস কাপে পরের ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে গিনি। এই ম্যাচে ড্র করলেই পরের পর্ব নিশ্চিত হবে দেশটির। গ্রুপ সি-তে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে সেনেগাল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে গিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

তাহলে কি তৃতীয় বারের মতো সংসার ভাঙছে শোয়েব মালিকের?

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

বুলবুলের চিঠি বৈধ, বিসিবির নির্বাচন হতে বাধা নেই

১০

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

১১

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

১৩

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

১৪

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

১৫

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

১৬

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

১৭

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

১৮

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

১৯

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

২০
X