চেলসির পর এবার লিগ কাপের ফাইনালে উঠল লিভারপুল। প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজে টুর্নামেন্টের সেমিফাইনালে ফিরতি লেগে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে ফাইনালে ওঠে লিভারপুল।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম লিগ ২-১ গোলে জিতেছিল লিভারপুল। এক গোল ব্যবধানে এগিয়ে থেকে ফিরতি লেগে মাঠে নেমে ১১ মিনিটেই গোল পেয়েছে ক্লপের দল। বাতাসে ভেসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ফুলহাম গোলকিপার বার্নড লেনোকে পরাস্ত করেন লুইস দিয়াজ।
ম্যাচে আরও আরেকবার বল ফুলহামের জালে পাঠিয়েছিলেন দিয়াজ। দারউইন নুনিয়েজ অফসাইড থাকায় গোলটি বাতিল ঘোষণা করা হয়।
বিরতির পরও গোলের সুযোগ নষ্ট করেছে দুই দল। ৭৬ মিনিটে ইসা দিওপের গোল থেকে ম্যাচে সমতায় ফেরে ফুলহাম। কিন্তু শেষ পর্যন্ত লড়েও দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারেনি তারা। এই জয়ে লিগ কাপে ১৪তম বারের মতো ফাইনালে উঠল লিভারপুল।
২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল। ২০২২ সালেও লিগ কাপের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার টাইব্রেকারে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।
মন্তব্য করুন