স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাভির পর বার্সার কোচ হচ্ছেন কে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্পেনের অন্যতম বিখ্যাত ক্লাব বার্সেলোনা এই মৌসুমে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। গত মৌসুমের লা লিগার শিরোপাজয়ীরা এই মৌসুমে একঝাঁক তারকা নিয়েও লা লিগার শিরোপার লড়াইয়ের অর্ধেক না যেতেই পিছিয়ে পড়েছে। দলের এই অবস্থায় কাতালানের ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন অবস্থার উন্নতি না হলে মৌসুম শেষে বার্সা ছাড়বেন তিনি। গতকাল রাতে ভিয়ারিয়ালের কাছে লা লিগায় বিধ্বস্ত হওয়ার পর ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে শেষমেশ কঠিন সিদ্ধান্তের কথা জানালেন জাভি।

শনিবার (২৭ জানুয়ারি) লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। প্রায় ৬০ বছর পর এই প্রথম লা লিগায় ঘরের মাঠে পাঁচ গোল খেল কাতালান জায়ান্টরা। এই হারে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল তারা। এর আগে গত সপ্তাহে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও বড় হারে ওই ট্রফির স্বপ্নও বিসর্জন দিতে হয়েছে বার্সেলোনার।

কোপা দেল রে'র পর লিগ শিরোপাও প্রায় জাভির দলের হাত ছাড়া হওয়ার পথে তাই এবার ব্যর্থতার দায় নিয়ে থামার কথা ভাবছেন ক্লাবের এই কিংবদন্তি ও কোচ।হঠাৎ করেই জাভির এই ঘোষণায় সামনে চলে এসেছে একটি প্রশ্ন—জাভি চলে যাওয়ার পর কে হবেন বার্সেলোনার কোচ?

এই প্রশ্ন সামনে আসতেই বার্সেলোনার দুই সাবেক খেলোয়াড় থিয়াগো মোত্তা ও রাফায়েল মার্কেজের নাম চলে আসে সামনে। আর এই সাবেক কাতালান খেলোয়াড়ের সামনে এই প্রশ্ন রাখা হলে উত্তর দেওয়া সম্ভব না জানিয়ে জাভির বিদায় ‘দুঃখজনক’ বললেন মোত্তা। অবশ্য মার্কেজ জানালেন জাভির জায়গা নিতে প্রস্তুত তিনি।

ইতালির ক্লাব বোলোনিয়ার হয়ে চমক দেখানো মোত্তা জাভির চাকরি ছাড়ার ঘোষণা নিয়ে বলেন, ‘এটা দুঃখজনক। সে খুব ভালো করছিল এবং গত মৌসুমে শিরোপা জিতেছে। ইয়ুর্গেন ক্লপও লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কোচিং পেশাটা কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা নিজেরাই এই পেশা বেছে নিয়েছি।’

বোলোনিয়া ছেড়ে বার্সায় যাবেন কি না এমন প্রশ্নের উত্তরে মোত্তা বলেন, ‘যখন খবর ছাপার সময় হবে, আমই আপনাদের বলব। কিন্তু এ বিষয়ে আজ কোনো খবর নেই।’

অবশ্য বার্সেলোনার সাবেক মেক্সিকান ডিফেন্ডার মার্কেজ যিনি এই মুহূর্তে বার্সেলোনা ‘বি’ দলের কোচ। তিনি স্পেনের সংবাদমাধ্যমগুলোকে প্রথমে জাভির চাকুরি যাওয়াতে দুঃখপ্রকাশ করে বলেন, ‘নিশ্চিত করেই আমি (বার্সেলোনার মূল দলের কোচ হওয়ার জন্য) তৈরি হতে থাকব। আমি এখন ছেলেদের নিয়ে যে কাজ করছি, সেটাতে খুশি।’ মার্কেজ এখানেই থামেননি। এরপর বললেন, ‘(বার্সেলোনার কোচ হতে) কে না চায়? এ ধরনের সুযোগ এলে আপনি না বলতে পারবেন না। সুযোগটা যদি আসেই, তাহলে আমি করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা

জকসুর ফলাফলে নাটকীয় মোড়, ফের ভিপিতে এগিয়ে শিবির

সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষা সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

ট্রেনিং ও বিদেশি বৃত্তি নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম

সিরাজগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২.৪ শতাংশ

এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দৃষ্টিহীনদের পথ দেখাচ্ছে রোবট কুকুর

১০

মাদুরোর বিরুদ্ধে নিজের নাচ নকলের অভিযোগ করলেন ট্রাম্প

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১২

কারাকাসের ঘটনার পর আতঙ্কে তেহরান

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

১৪

ঢাবি অধ্যাপক আতাউর রহমান মারা গেছেন

১৫

জকসুর এক কেন্দ্রে ভোট পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী

১৬

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন প্রায় ২৫ কোটি খ্রিস্টান বড়দিন পালন করেন ৭ জানুয়ারি

১৭

ভোটের মাঠে ৭ দিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

১৮

জকসু নির্বাচন, সংগীত বিভাগে শিবিরের ভরাডুবি

১৯

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের দিতে হবে সর্বোচ্চ জামানত

২০
X