ম্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ গোল খেয়ে চাকরি ছাড়ছেন জাভি

জাভি হার্নান্দেজ । ছবি : সংগৃহীত
জাভি হার্নান্দেজ । ছবি : সংগৃহীত

স্পেনের অন্যতম বিখ্যাত ক্লাব বার্সেলোনা এই মৌসুমে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। গত মৌসুমের লা লিগার শিরোপাজয়ীরা এই মৌসুমে একঝাঁক তারকা নিয়েও লা লিগার শিরোপার লড়াইয়ের অর্ধেক না যেতেই পিছিয়ে পড়েছে। দলের এই অবস্থায় কাতালানের ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন অবস্থার উন্নতি না হলে মৌসুম শেষে বার্সা ছাড়বেন তিনি। গতকাল রাতে ভিয়ারিয়ালের কাছে লা লিগায় বিধ্বস্ত হওয়ার পর ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে শেষমেশ কঠিন সিদ্ধান্তের কথা জানালেন জাভি।

শনিবার (২৭ জানুয়ারি) লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। প্রায় ৬০ বছর পর এই প্রথম লা লিগায় ঘরের মাঠে পাঁচ গোল খেল কাতালান জায়ান্টরা। এই হারে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল তারা। এর আগে গত সপ্তাহে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও বড় হারে ওই ট্রফির স্বপ্নও বিসর্জন দিতে হয়েছে বার্সেলোনার।

কোপা দেল রে'র পর লিগ শিরোপাও প্রায় জাভির দলের হাত ছাড়া হওয়ার পথে তাই এবার ব্যর্থতার দায় নিয়ে থামার কথা ভাবছেন ক্লাবের এই কিংবদন্তি ও কোচ।

এই মৌসুম শেষেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জাভি হার্নান্দেজ। ভিয়ারিয়ালের বিপক্ষে পরাজয়ের পর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ বছরের ৩০ জুনই ক্লাবে তার শেষ দিন বলে নিশ্চিত করেছেন জাভি। তিনি মনে করেন, বার্সার এই অবস্থার কারণে ফেরার আর কোনো পথ নেই আর।

জাভি ম্যাচ শেষে বলেন, 'আমি জুনে বার্সেলোনা ছাড়ছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ফেরা যায় না। এটাই পরিবর্তনের উপযুক্ত সময়। একজন কিউল হিসেবে আমি মনে করি, এটাই ক্লাব ছাড়ার সময়।'

তিনি যোগ করেন, 'আমি আজ (শনিবার) বোর্ড ও ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমি ৩০ জুন দায়িত্ব ছাড়ছি।'

২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেন জাভি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির কোচের পদে থাকেন তিনি। ২০২১ সালে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড ক্যোমান বরখাস্ত হলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন তিনি। এরপর অবশ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন, যা লিওনেল মেসির বিদায়ের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১০

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১১

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১২

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৩

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৪

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৫

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৬

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৭

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৮

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৯

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

২০
X