ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। লিভারপুল ও উলভসের কাছে হারের পর ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ব্লুজরা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও অ্যাওয়ে ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। জেফারসন লেরমার গোলে পিছিয়ে পড়ে দ্য ব্লুজরা। কনর গালাগারের জোড়া গোল ও এনজো ফার্নান্দেজের লক্ষ্যভেদে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় স্টামফোর্ড ব্রিজের দলটি।
ক্রিস্টাল প্যালেসের মাঠে লতে নেমে প্রথমার্ধে পিছিয়ে পড়ে চেলসি। ম্যাচের ৩০ মিনিটে গোল হজম করে ব্লুজরা। কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লেরমা প্যালেসকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির আগে সেই গোল পরিশোধ করতে পারেনি পচেত্তিনোর শিষ্যরা। অথচ ৭৭ শতাংশ বলের দখল রেখেছিল চেলসি।
দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই সমতায় ফিরে আসে চেলসি। দিনে দিনে বিরতির পর মাঠে নেমে গোল করা যেন অভ্যাসে পরিণত হচ্ছে নীল শিবিরের। ৪৭ মিনিটে ব্লুজদের সমতায় ফেরান মিডফিল্ডার কনর গালাগার। নির্ধারিত ৯০ মিনিট শেষেও ম্যাচের ফলাফল ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময়ের আরও দুটি গোলে জয় পায় চেলসি।
ক্রিস্টাল প্যালেসের জালে ৯১ মিনিটে বল জড়ান ইংলিশ তারকা গালাগার। চতুর্থ মিনিটের মাথায় এবার লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এতে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-১।
এই জয়ে ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে ২৪ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের পনেরো নম্বরে অবস্থান করছে ক্রিস্টাল প্যালেস। তাছাড়া সর্বশেষ ১৩ প্রিমিয়ার লিগের ম্যাচে জয়হীন রয়েছে রয় হার্ডসনের দলটি।
মন্তব্য করুন