লিওনেল মেসির নৈপুণ্যে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগের প্রথমার্ধে ন্যাশভিলের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে (৫ মিনিট পর) আর্জেন্টাইন কিংবদন্তিকে তুলে নেন মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো।
তবে এতে অবশ্য ম্যাচে প্রভাব পড়েনি। নিজেদের মাঠে ৩-১ গোলের জয় পায় মায়ামি। ফলে দুই লেগ মিলিয়ে ৫–৩ গোলে এগিয়ে থাকায় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত তাদের।
তবে মেসির মাঠ ছাড়ার বিষয়টি ভ্রুকুটির জন্ম দিয়েছে। মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো কথায় এটা নিশ্চিত যে আবারও চোটে পড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ শেষে মেসির চোটে পরার ব্যাপারটি নিশ্চিত করেছেন মায়ামির কোচ। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় মেসিকে তুলে নেওয়া হয়।
আর্জেন্টাইন তারকাকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যায় মায়ামির কোচ বলেন, ‘আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। সে আরেকটু সময় খেলতে পারে কি না, সেটা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু সে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে তুলে নিই।’
আগামী শনিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। সে ম্যাচে মেসির খেলা সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্টিনো, ‘আমি অবশ্যই কোনো ঝুঁকি নিতে ইচ্ছুক নই। আমার ধারণা ওই ম্যাচে আমরা মেসিকে পাবো না। পরীক্ষা করানো হবে, মূল্যায়ন বাকি রয়েছে, দেখি মেসির উন্নতি কোন পর্যায়ে হয়।’
যদি মেসি বড় ধরনের ইনজুরিতে পড়েন, তাহলে বিপাকে পড়বে আর্জেন্টিনা। চলতি মাসে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে নাও খেলা হতে পারে তার। শনিবার ডিসি ইউনাইটেডের ম্যাচের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা আর্জেন্টাইন অধিনায়কের।
আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এল সালভাদর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এরপর লস অ্যাঞ্জেলেসে ২৬ মার্চ কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজে এ সময়ে মেসির চোট দুশ্চিন্তার ছাপ ফেলবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে!
মন্তব্য করুন