স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসির গোলও জেতাতে পারল না মায়ামিকে

মেসির গোলের পরও ড্র করেছে মায়ামি। ছবি : সংগৃহীত
মেসির গোলের পরও ড্র করেছে মায়ামি। ছবি : সংগৃহীত

প্রায় ২৫ দিন ধরে মাঠের বাইরে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের অনুপস্থিতিতে তার দল ইন্টার মায়ামিও জয়ের মুখ দেখছিল না। মেসিকে ছাড়া খেলা চার ম্যাচের মাত্র একটিতে জয় আনতে পেরেছে ফ্লোরিডার দলটি। অবশেষে মেসি মায়ামির একাদশে ফিরলেন, ফিরে গোলও করলেন তবে তবুও মায়ামির জয় অধরাই রইল।

রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও কলোরাডো র‌্যাপিডস। মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়েছে।

গত ১৩ মার্চ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল আট বারের ব্যালন ডি’অর জয়ীকে। ম্যাচটিতে বিশ্বকাপজয়ী তারকা চোটে পড়ায় এরপর মায়ামির সাথে আর্জেন্টিনার ম্যাচেও দেখা যায় নি তাকে। তার অনুপস্থিতিতে দলও ছিল ছন্নছাড়া।

তবে আজ প্রায় ২৫ দিন পর মাঠে নেমেও মেসি মায়ামিকে জয় এনে দিতে পারেননি। কলোরাডোর বিপক্ষে ড্রয়ে মেসির একটি গোলও রয়েছে। তবে গোল করলেও শেষ পর্যন্ত তাকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল সুয়ারেজ-আলবারা। ম্যাচের ৪৫ মিনিটে মায়ামির বক্সে কলরাডোর খেলোযাড় ক্যাবরাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অ্যাওয়ে টিম। পেনাল্টি থেকে গোল করে কলরাডোকে এগিয়ে দেন রাফায়েল নাভারো।

বিরতির পর মাঠে নামেন মায়ামির প্রাণভোমরা লিওনেল মেসি। ৫৭ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি।

মেসির গোলের তিন মিনিট পরেই লিড নেয় মায়ামি। এই গোলেও পরোক্ষভাবে ছিল মেসির ভূমিকা। মেসির পাস ধরে ডেভিড রুইজ বক্সে ঢোকেন, তার বাড়ানো বল পেয়ে কলোরাডো গোলকিপারকে ফাকি দিয়ে লিওনার্দো আলফনসো বল জালে জড়ান। ২-১ গোলে এগিয়ে যায় মেসি বাহিনী। তবে শেষ মুহূর্তে লিড হারায় মায়ামি। ৮৮ মিনিটে স্কোরলাইন ২-২ করেন কোল বাসেট।

ম্যাচের আগেই মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস বলেছিলেন মেসি অন্তত ১০ মিনিট খেলবেন। মেসি পুরো ৪৫ মিনিট খেলায় মায়ামি সমর্থকদের মনেও নির্ঘাত শান্তি এসেছে।

এই ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৮ ম্যাচে ৩টি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট মায়ামির অবস্থান টেবিলের দুইয়ে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা নিউইয়র্ক রেডবুলসের পয়েন্ট ১৪।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না : ধর্ম উপদেষ্টা

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

১০

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

১১

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

১২

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

১৩

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

১৪

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

১৫

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

১৬

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১৭

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১৮

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১৯

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

২০
X