স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-নেইমারদের টুর্নামেন্টে খেলবে ইসরায়েল!

তাহলে কি কোপা আমেরিকায় দেখা যাবে ইসরায়েলকে? ছবি : সংগৃহীত
তাহলে কি কোপা আমেরিকায় দেখা যাবে ইসরায়েলকে? ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয় কোপা আমেরিকাকে। বিশ্বের সেরা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে দেখা যায় মহাদেশীয় এই আসরে। এ ছাড়াও বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি-নেইমারের মতো তারকাদেরও পা পড়ে এ আসরে। এবার নতুন খবর মেসি-নেইমারদের দেশের ফুটবল প্রতিযোগিতায় দেখা যেতে পারে ইসরায়েলকে।

সম্প্রতি ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কনমেবলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির কারণে ইসরায়েল খুব আশাবাদী যে ইসরায়েল জাতীয় দল কোপা আমেরিকার ভবিষ্যৎ সংস্করণে অংশ নিতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) আইএফএ ঘোষণা করে যে তারা ‘মহান কনমেবল পরিবারে যোগ দিতে পেরে গর্বিত’, যার সদস্যদের মধ্যে রয়েছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

প্যারাগুয়ের আসুনসিওনে কনমেবোল কংগ্রেস চলাকালীন তার সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং আইএফএ সভাপতি মোশে জুয়ারেস ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেন।

জুয়ারেস মার্কিন ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া একটি বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল ফুটবলের জন্য মুহূর্তটি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ। ঐতিহাসিক এই মুহূর্ত ইসরায়েলের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে।’

তিনি আরও যোগ করেন, ‘কনমেবলের সভাপতি এবং (ফিফার) সহসভাপতি আলেজান্দ্রো গুইলারমো ডমিনগুয়েজের সঙ্গে আমাদের সত্যিকারের বন্ধুত্ব রয়েছে। যা ইসরায়েলি ফুটবলের জন্য (এই) বিস্ময়কর ফলের জন্ম দিয়েছে।’

তিনি আশা করেন ইসরায়েল ভবিষ্যতে কোপা আমেরিকা খেলবে। তিনি বলেন, ‘আমি খুব আশা করি, ইসরায়েলের জাতীয় দল কনমেবল দ্বারা আয়োজিত একটি বড় টুর্নামেন্টের অংশ হবে, এমনকি সেটি হতে পারে কোপা আমেরিকাও।’

আইএফএ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পৃথক ভিডিওতে দেখা যায় কনোমবোল কর্মকর্তাদের পাশাপাশি একটি ইসরায়েলি প্রতিনিধিদল কাগজপত্রে স্বাক্ষর করছে।

অ্যাথলেটিকের প্রতিনিধিরা ফিফার সঙ্গে যোগাযোগ করলেও তারা চুক্তির বিষয়ে মন্তব্য করবে না বলে জানায়।

অবশ্য ইসরায়েল কোপা আমেরিকায় অংশ নেওয়া প্রথম অপ্রচলিত দেশ হবে না। জাপান দুবার এবং কাতার সাম্প্রতিক বছরগুলোতে অংশগ্রহণ করেছে, অন্যদিকে চীন এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কয়েকবার।

এদিকে ইসরায়েল ১৯৯৪ সাল থেকে ইউরোপীয় কনফেডারেশন উয়েফার সদস্য। তারা কখনোই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেনি কিন্তু ইউরো ২০২০ এবং ইউরো ২০২৪ এ প্লে-অব রাউন্ড পর্যন্ত পৌঁছেছে।

ইসরায়েল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং ১৯৬৪ সালে এশিয়ান কাপ জয়ও করেছিল। পরে বেশ কয়েকটি দল তাদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করার পরে একটি ভোটে ১৯৭৪ সালে এএফসি প্রতিযোগিতা থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

১০

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১১

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১২

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১৩

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৪

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৫

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৬

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৭

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৮

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৯

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

২০
X