রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
উয়েফা ইউরোপা লিগ ফাইনাল

লেভারকুসেনের মুকুটে আরেক পালক নাকি আটালান্টার অপেক্ষার অবসান?

রাতে এই ট্রফির জন্য লড়বে দুই দল। ছবি : সংগৃহীত
রাতে এই ট্রফির জন্য লড়বে দুই দল। ছবি : সংগৃহীত

ইউরোপের বেশিরভাগ লিগের ফুটবল মৌসুম শেষ। ইতিমধ্যে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির লিগ মৌসুম এবারের মতো সমাপ্তি টানা হয়েছে। স্পেন ও ইতালির লিগগুলোও এই সপ্তাহে শেষ হবে। তবে লিগ মৌসুম শেষ হওয়ার আগেই এই মৌসুমের প্রথম ইউরোপিয়ান ট্রফির ফাইনাল মাঠে গড়াবে আজ।

বুধবার (২২ মে) রাতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে মাঠে নামবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ও ইতালিয়ান ক্লাব আটালান্টা। বাংলাদেশ সময় রাত ১টার ফাইনালে দুই দলের সামনেই দুটি অন্যরকম মাইলফলক। লেভারকুসেনের সামনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি আর আটালান্টার সামনে ৬১ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ।

ফাইনালে খেলা দুই দলের মধ্যে লেভারকুসেনের ওপেই সবার নজর থাকবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। এই শতাব্দীর তৃতীয় ইউরোপিয়ান ক্লাব হিসেবে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জাভি আলোনসোর শিষ্যরা। এখন তাদের সামনে অপরাজিত থেকে ট্রেবল জয় করার বিরলতম রেকর্ড। এমন কীর্তি এখন পর্যন্ত অন্য কোন ক্লাব গড়তে পারেনি।

লেভারকুসেনের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা যে ছেড়ে কথা বলবে তা কিন্তু নয়। ২০১০-১১ মৌসুমে ইতালির দ্বিতীয় স্তর থেকে উঠে আসার পর থেকেই দারুণ খেলছে দলটি। কোচ জিয়ান গাস্পেরিনির তারুণ্যনির্ভর এই দল মুগ্ধতা ছড়িয়েছে সব জায়গায়। তবে ফাইনালে যাওয়া হয়নি তার। ক্লাবের সবচেয়ে বড় সাফল্য ১৯৬২-৬৩ মৌসুমে কোপা ইতালিয়ার শিরোপাজয়। সে হিসেবে আটালান্টার নতুন ইতিহাস লেখা হতে পারে আজকের ফাইনালে।

ফাইনালে আসার পথে দুই দলই বড় সব প্রতিপক্ষকে হারিয়ে এসেছে। লেভারকুসেন আজারবাইজানের ক্লাব কারাবাগ, ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ও ইতালিয়ান ক্লাব রোমাকে পরাজিত করে ফাইনালে এসেছে।

অন্যদিকে পর্তুগীজ ক্লাব স্পোর্টিংকে হারিয়ে নকআউট পর্ব শুরু করা আটলান্টা কোয়ার্টারে হারায় ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। এরপর সেমিতে অলিম্পিক মার্শেইকে উড়িয়ে তারা ওঠে ফাইনালে।

বড় এই ম্যাচে লেভারকুসেন পূর্ণ শক্তির দলকেই পাচ্ছে তবে তাদের প্রতিপক্ষ আটালান্টার জন্য বড় ধাক্কা অভিজ্ঞ ডাচ মিডফিল্ডার মার্টিন ডি রুনের অনুপস্থিতি। তবে এরপরেও লেভারকুসেনকে ছেড়ে কথা বলবে না তারা।

দুই দলের মাঝে এর আগের সাক্ষাৎে অবশ্য শেষ হাসি হেসেছিল আটালান্টা। ২০২২ সালের ইউরোপা লিগের সেই ম্যাচে ১-০ গোলে জয় এসেছিল ইতালিয়ান ক্লাবটির। এবারও সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে তারা তবে লেভারকুসেনের সামনে থাকছে অপরাজিত মৌসুমের কীর্তি গড়ার হাতছানি। সেই লক্ষ্যে আজ জয় চায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১০

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১১

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১২

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৩

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৪

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৫

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৬

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৭

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৮

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

১৯

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

২০
X