বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চিলিকে হারিয়ে নকআউটে চোখ আর্জেন্টিনার

অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত
অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার শিবিরে উৎসবের আবহ। দুদিন আগে ৩৭ বছরে পা দিয়েছেন তাদের দলনেতা ও প্রাণভোমরা লিওনেল মেসি। তবে সেই উৎসবকে একপাশে রেখে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা।

নিউ জার্সিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরোনো শত্রু চিলির মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারায় আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে এ ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত হবে লা আলবিসেস্তেতাদের। এদিকে এ-গ্রুপের আরেক ম্যাচে কানাডার মুখোমুখি হবে পেরু।

এর আগে গত আসরে শিরোপা জয়ের পথে গ্রুপ পর্বে চিলি মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচটি ড্র করেছিল মেসি-ডি মারিয়ারা। এ ছাড়া ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা।

যদিও এবার শুরুটা ভালো হয়নি চিলির। নিজেদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেন ক্লাদিও ব্রাভোর দল। কাজেই কিছুটা ব্যাকফুটে রয়েছে তারা। ২০১৬ সালের কোপার সেই ফাইনালে পর আরও ছয়বার মুখোমুখি হয়েছে দুদল।

পরিসংখ্যানে এগিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই ছয় ম্যাচে চিলি একবারও হারাতে পারেনি আর্জেন্টিনাকে। তিনটিতে জয় পায় মেসিরা আর বাকি তিনটি ড্র হয়।

এ ছাড়া আরও একটি ইতিহাস আর্জেন্টিনার পক্ষে। সানচেজ-ব্রাভোদের প্রধান কোচের দায়িত্বে আছেন কোচ রিকার্দো গার্সিয়া।

স্বদেশি এই কোচের বিপক্ষে পঞ্চমবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আগের চারবারের দেখায় একবারও হারেনি লা আলবিসেলেস্তেরা। এ ছাড়া স্কালোনির শিষ্যরা রয়েছেন দারুণ ফর্মে। নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচের ১৪টিতে জিতেছে আর্জেন্টিনা। এ ছাড়া ১৪ ম্যাচের ১২টিতে কোনো গোল হজম করেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে চিলি তাদের শেষ ৯ ম্যাচের ৫টিতেই গোল করতে ব্যর্থ হয়।

বুধবার ২৮তম বারের মতো মুখোমুখি হবে দুদল। এর মধ্যে ১৪টিতে জিতেছে আর্জেন্টিনা। চিলির জয় পাঁচটিতে। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে নাটকীয় পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল চিলিয়ানরা।

জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে গত সপ্তাহে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করে আর্জেন্টিনা। সে ম্যাচে গোল না পেলেও দারুণ ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১০

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১১

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১২

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৩

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৪

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৫

কে এই তামিম রহমান?

১৬

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৭

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৮

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৯

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

২০
X