টানা ৭ আন্তর্জাতিক ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন ডারউইন নুনেজ। লিভারপুলের এই তারকাসহ ৪ ফুটবলারের গোলে বলিভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে উরুগুয়ে। এতে টানা দুই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ীরা।
বাংলাদেশ সময় শুক্রবার (২৮ জুন) সকালে পূর্ব রাদারফোর্ডে সি-গ্রুপের ম্যাচ ফাকুন্ডো পেলিস্ট্রি গোলের সূচনা করেন। নুনেজের পর ফেডেরিকো ভালভার্দে, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও রদ্রিগো বেন্টানকুর গোল কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করে দেয় উরুগুয়ের।
বলিভিয়ার গোলকিপার গুইলারমো ভিস্কারা চারটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন। আর তা না হলে গোলের ব্যবধান আরও বড় হতো।
উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে ধারাবাহিকভাবে সাত ম্যাচে গোল পেয়েছেন নুনেজ। আন্তর্জাতিক ক্যারিয়ারের এটি তার দশম গোল।
কোপায় দুটি করে নুনেজ ও ম্যাক্সিমিলিয়ানো। ফলে আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে আছেন দুজন।
আগামী মঙ্গলবার কানসাস সিটিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে উরুগুয়ে। সে ম্যাচের জয় বা ড্রতে নিশ্চিত হবে সি গ্রুপের শীর্ষস্থান।
এদিকে টানা চতুর্থবারের মতো কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বলিভিয়া। গত আসরে ১০ দলের মধ্যে নবম হয়েছিল তারা।
মন্তব্য করুন