শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
কুমিল্লা ব্যুরো ও দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

কুমিল্লায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রশাসনের দ্বিচারিতামূলক ভূমিকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, যা আসন্ন নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন, কারণ পর্যাপ্ত তথ্য ও প্রমাণ থাকার পরও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত মনজুরুল আহসান মুন্সী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ না করলেও তা হলফনামায় উল্লেখ করেননি। নির্বাচন আচরণবিধিতে তথ্য গোপনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান থাকলেও প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য ও যুক্তি উপস্থাপন করার পরও প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না বলে অভিযোগ করেন তিনি। এর ফলে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েই তিনি শঙ্কা প্রকাশ করেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাসনাত আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে হলফনামায় ব্যাংক ঋণসংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ সময় উভয় পক্ষের আইনজীবী, প্রস্তাবকারী ও সমর্থকদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী যুক্তিতর্ক চলে। পরে রিটার্নিং কর্মকর্তা উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলায় উভয়পক্ষের মধ্যে অন্তত আধাঘণ্টা বাগ্‌বিতণ্ডা হয় এবং রিটার্নিং কর্মকর্তা তাদেরকে নিয়মানুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন। তবে যাচাই-বাছাই শেষে দুইজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী ব্যাংক ডিফল্টার, তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি। তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেছেন— এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে।

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে, যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে -তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরও, সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ। আমরা প্রত্যাশা করি, কিন্তু মনে হয় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। সহজ কথা।

তবে যাচাই-বাছাই শেষে হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল আহসান মুন্সী দুইজনই সৌজন্য সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১০

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১১

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১২

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৩

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৪

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৫

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৬

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৭

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৯

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

২০
X