

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক খোকন চন্দ্র দাসকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধানুকা মনসা বাড়ি মন্দিরের সামনে এ মানববন্ধন হয়।
এতে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ খোকন চন্দ্র দাসের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, এটি মানবতার ওপর আঘাত। তারা দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে খোকন দাসের ওপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার গভীর রাতে তার বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে মামলা করেছেন। তবে আলোচিত এ হামলার ঘটনার দুদিন পেরিয়ে তৃতীয় দিন গতকালও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের আটকে তৎপরতা চলছে বলে ভাষ্য ডামুড্যা থানার ওসি রবিউল হকের।
ডামুড্যার কেউরভাঙ্গা বাজারের ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকন চন্দ্র দাস গত ৩১ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে প্রায় ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিলই বাসস্ট্যান্ড এলাকায় তিনজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শুক্রবার মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। এ নৃশংস হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী বলেন, খোকন চন্দ্র দাসের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, এটি মানবতার ওপর আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আহত খোকন দাসকে দেখতে হাসপাতালে গেছেন এবং তার চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সমীর কিশোর দে, জেলা শাখার উপদেষ্টা অরুণ সাহা, সদর শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত, যুব ঐক্য পরিষদের সেক্রেটারি নিলয় ভট্টাচার্যসহ সংগঠনের নেতাকর্মীরা।
মামলায় আসামি তিন : খোকন চন্দ্র দাসকে হত্যাচেষ্টার ঘটনায় ডামুড্যা থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আহত খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সরদার। অভিযুক্ত তিনজনই ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের বাসিন্দা।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
মন্তব্য করুন