বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

ম্যাক্স-বিএসপিএ পুরস্কার, সেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ম্যাক্স-বিএসপিএ ক্রীড়া সাংবাদিকতা পুরস্কার ২০২৩’-এ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘সকালসন্ধ্যা ডটকম’-এর ডেপুটি স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। শুক্রবার (১৩ ডিসেম্বর) পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

স্বাধীন বিচারকদের সর্বোচ্চ নম্বর পেয়ে ‘তওফিক আজিজ খান ট্রফি’ এবং ৫০ হাজার টাকার চেক জিতেছেন রাহেনুর ইসলাম। এই বিভাগে রানারআপ হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ ফাওজুল কবির খান আশা করেন এই পুরস্কার দেশে ক্রীড়া সাংবাদিকতার উৎকর্ষতাকে আরও সমৃদ্ধ করবে। তবে আমি আশা করি ভবিষ্যতে নারী ক্রীড়া সাংবাদিকদের অংশগ্রহণ আরও বাড়াবে।

এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন রাহেনুর ইসলাম।

সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন তরুণ সরকার।

সাক্ষাৎকার বিভাগে (প্রিন্ট ও অনলাইন) আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ।

ইলেকট্রনিক মিডিয়ার সাক্ষাৎকার বিভাগে এই ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের মাহফুজ আলম।

ফিচার/ডকুমেন্টারি বিভাগে (প্রিন্ট ও অনলাইন) রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন সমকালের সঞ্জয় সাহা পিয়াল।

ইলেকট্রনিক মিডিয়ার ফিচার বিভাগে এই ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের রিফাত এমিল।

সেরা ক্রীড়া আলোকচিত্র বিভাগে বদরুল হুদা ট্রফি পেয়েছেন প্রথম আলোর শামসুল হক টেংকু।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিনজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক পরাগ আরমান, জাহিদ রহমান এবং চিন্ময় সাহাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

গেম প্লের আয়োজনে এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা নবমবারের মতো অনুষ্ঠিত হলো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে আমরা এ উদ্যোগের সঙ্গে থাকব।’

এই আয়োজন দেশের ক্রীড়া সাংবাদিকদের উৎসাহিত করবে এবং ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১০

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১১

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১২

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৩

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৫

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৬

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৭

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৮

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৯

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

২০
X