রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থীকে নতুন কারাতে বেল্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দ্বিতীয় কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেল্ট প্রদান করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম পিএসসি (অব.), উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, উপাধ্যক্ষ শাহনাজ বেগম। বাংলাদেশ জাতীয় কারাতে দলের কোচ মোজাম্মেল হক মিলন, জান্নাতুল নাঈম শোভন এবং মহিলা কোচ রাইয়ানা নূর ঐশীও উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম বলেন, ‘সাউথ পয়েন্ট স্কুলের ক্ষুদে কারাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা আমাকে বিমোহিত করেছে।’ কারাতের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের আশ্বাস দেন এবং প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে স্পোর্টস কো-অর্ডিটরকেও নির্দেশ দেন।
কারাতে বেল্ট বিতরণ অনুষ্ঠানে ৮৬ জন শিক্ষার্থী নতুল বেল্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মন্তব্য করুন