কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার দাবি, অভিযানের সময় যুক্তরাষ্ট্র মাদুরোর মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের দাবি মেনে না নিলে তাদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের।

সাত দিন আগে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত দুই ঘণ্টার এক বৈঠকের ফাঁস হওয়া ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় রদ্রিগেজকে। ভিডিওটি স্থানীয় সাংবাদিকরা সংগ্রহ করেছেন। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্টকে অপহরণের একেবারে প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয়। আলটিমেটামের জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো, কংগ্রেসের সভাপতি ও তার ভাই হোর্হে রদ্রিগেজ এবং তাকে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল।

ভিডিওতে রদ্রিগেজ বলেন, ওই পরিস্থিতিতে তার প্রধান অগ্রাধিকার ছিল রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা। যুক্তরাষ্ট্র মাদুরোকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতাসীন মন্ত্রিসভার বাকি সদস্যরা কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছিলেন, তাও ভিডিওতে উঠে আসে। এতে দেখা যায়, মন্ত্রিসভার অনেকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন।

রদ্রিগেজ জানান, মাদুরোকে আটক করার আগেই তিনি ও তার ভাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। তবে তিনি বলেন, এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়াটা সহজ ছিল না।

ফাঁস হওয়া রেকর্ডিংয়ে রদ্রিগেজ আরও দাবি করেন, মার্কিন সশস্ত্র বাহিনী তাদের জানিয়েছিল; মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস অপহৃত নন, তাদের হত্যা করা হয়েছে। এর জবাবে তিনি বলেন, তিনি, তার ভাই ও কাবেয়ো একই পরিণতির জন্য প্রস্তুত ছিলেন।

রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও ব্ল্যাকমেইল এখনও অব্যাহত রয়েছে। তাই ধৈর্য ও কৌশলগত বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে। তিনি তিনটি লক্ষ্য নির্ধারণের কথাও জানান; শান্তি বজায় রাখা, জিম্মিদের উদ্ধার এবং রাজনৈতিক ক্ষমতা সংরক্ষণ।

এদিকে ডোনাল্ড ট্রাম্প তার দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করায় রদ্রিগেজের প্রশংসা করেছেন। তবে রদ্রিগেজের ভাষ্য, তিনি তা করেছেন কেবল হুমকি ও ব্ল্যাকমেইল-এর কারণে। জানুয়ারিতে ট্রাম্প দ্য আটলান্টিককে বলেছিলেন, রদ্রিগেজ সঠিক কাজ না করলে তাকে বড় মূল্য দিতে হবে; সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।

অন্যদিকে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মার্গারিতা লোপেজ মায়া দ্য গার্ডিয়ানকে বলেন, এটি রদ্রিগেজের আত্মরক্ষামূলক বয়ানও হতে পারে। কারণ, তার মতে, অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া মাদুরোকে অপসারণ করা সম্ভব ছিল না।

মাদুরোকে আটক করার পর থেকে ভেনেজুয়েলা সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও বাস্তবে ট্রাম্পের সব দাবিই মেনে নিয়েছে। মাদুরোর স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যাকে ট্রাম্প সমর্থন দেন। শর্ত ছিল, ওয়াশিংটনকে ভেনেজুয়েলার সমৃদ্ধ তেলসম্পদে প্রবেশাধিকার দিতে হবে।

এ সপ্তাহে ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল থেকে অংশ পাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও ধনী হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১০

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১১

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৩

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

১৪

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৫

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

১৬

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

১৭

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

১৮

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১৯

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

২০
X