কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে ঢাকায় বসছে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন

ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় বসছে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন। শুক্রবার (২৫ এপ্রিল) হাতিরঝিলে প্রথম ম্যারাথন শেষে এমন ঘোষণা দিয়েছে দেশের এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

দেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আজ (শুক্রবার) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামে ম্যারাথন প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করে এই সেক্টরে অন্যতম অংশীজন প্রতিষ্ঠান এটিজেএফবি।

সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্তে এই ম্যারাথন উৎসব শুরু হয়। রান শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হমৌদি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরনান্দো ডায়াস ফেরেস, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পানওয়ামসহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশবিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশ নেন।

এবার প্রাপ্তবয়স্কদের জন্য সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হয়। সাড়ে ৭ কিলোমিটার (পুরুষ) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এলাহি সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন। একই দূরত্বে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সাদিয়া শাওলিন সিগমা, দ্বিতীয় স্বর্ণা এবং তৃতীয় হয়েছেন ফারজানা। ২ কিলোমিটার ফান রানের প্রথম হয়েছেন জিসান, দ্বিতীয় অভি ইসলাম এবং তৃতীয় হয়েছেন জহুরুল।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনের টাইটেল স্পন্সর রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, উৎসবমুখর এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। পর্যটনের প্রসারে সব ধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, পর্যটনের প্রসারে এই আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছি।

আয়োজক সংগঠন এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, এটিজেএফবির প্রথম ম্যারাথন ইভেন্টে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। বাংলাদেশের পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এটিজেএফবি আগামীতে উইন্টার ম্যারাথনের ঘোষণা দিচ্ছে। আশা করছি উইন্টার রানে আপনাদের সবাইকে পাশে পাবো।

এ সময় অন্যদের মধ্যে এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ এর চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বক্তব্য দেন।

রান আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি র‍্যাফেল ড্রর মাধ্যমে ৫ ভাগ্যবানকে ঢাকা থেকে মিলান, জোহান্সবার্গ, ব্যাংকক, মালদ্বীপ এবং কক্সবাজারের যাতায়াত টিকিট দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজার’ সিনেমায় রাকিন 

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

গণতন্ত্রের প্রধানতম কথা অন্যের মত সহ্য করতে হবে : মির্জা ফখরুল

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ

মুরগি চুরি নিয়ে বিরোধের ৯ দিন পর আরও এক স্কুলছাত্রের মৃত্যু

১০

ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল

১১

একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় মামলা

১২

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

১৩

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৪

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

১৫

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৬

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

১৭

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

১৮

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

১৯

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

২০
X