কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে ঢাকায় বসছে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন

ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় বসছে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন। শুক্রবার (২৫ এপ্রিল) হাতিরঝিলে প্রথম ম্যারাথন শেষে এমন ঘোষণা দিয়েছে দেশের এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

দেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আজ (শুক্রবার) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামে ম্যারাথন প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করে এই সেক্টরে অন্যতম অংশীজন প্রতিষ্ঠান এটিজেএফবি।

সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্তে এই ম্যারাথন উৎসব শুরু হয়। রান শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হমৌদি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরনান্দো ডায়াস ফেরেস, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পানওয়ামসহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশবিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশ নেন।

এবার প্রাপ্তবয়স্কদের জন্য সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হয়। সাড়ে ৭ কিলোমিটার (পুরুষ) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এলাহি সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন। একই দূরত্বে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সাদিয়া শাওলিন সিগমা, দ্বিতীয় স্বর্ণা এবং তৃতীয় হয়েছেন ফারজানা। ২ কিলোমিটার ফান রানের প্রথম হয়েছেন জিসান, দ্বিতীয় অভি ইসলাম এবং তৃতীয় হয়েছেন জহুরুল।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনের টাইটেল স্পন্সর রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, উৎসবমুখর এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। পর্যটনের প্রসারে সব ধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, পর্যটনের প্রসারে এই আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছি।

আয়োজক সংগঠন এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, এটিজেএফবির প্রথম ম্যারাথন ইভেন্টে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। বাংলাদেশের পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এটিজেএফবি আগামীতে উইন্টার ম্যারাথনের ঘোষণা দিচ্ছে। আশা করছি উইন্টার রানে আপনাদের সবাইকে পাশে পাবো।

এ সময় অন্যদের মধ্যে এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ এর চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বক্তব্য দেন।

রান আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি র‍্যাফেল ড্রর মাধ্যমে ৫ ভাগ্যবানকে ঢাকা থেকে মিলান, জোহান্সবার্গ, ব্যাংকক, মালদ্বীপ এবং কক্সবাজারের যাতায়াত টিকিট দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা 

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

হলুদ ছেড়ে লাল জার্সি? প্রশ্নের মুখে ব্রাজিল!

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

১০

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

১১

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

১৩

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

১৪

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

১৫

অল্পতেই পার পেলেন রুডিগার!

১৬

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১৭

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১৮

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

১৯

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

২০
X