বাংলাদেশ ক্লাব লিমিটেড আয়োজিত প্রেসিডেন্ট কাপ পুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আহমেদ ইফতেখার শহীদ এবং রানার্সআপ হয়েছেন আশিষ তালুকদার বিটু।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরে ক্লাব ভবনে জাকজমকপূর্ণ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মো. শামছুদ্দিন।
উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, ক্লাবের যুগ্ম সম্পাদক সুলতান মইন আহমেদ রবিন, পরিচালক মো. রাকিব হোসেন বুলবুলসহ সাবেক ও বর্তমান পরিচালক ও সদস্যরা।
বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন