হকি আম্পায়ারিং-এ অনেক প্রথমের গল্প লেখা সেলিম লাকি প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অলিম্পিক বাছাইয়ের ম্যাচ পরিচালনা করবেন।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের জন্য বাংলাদেশি আম্পায়ারকে মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সেলিম লাকি কালবেলাকে বলেছেন, আজই কনফার্মেশন লেটার পেলাম। আমি মনে করি এটা আমার ওপর অর্পিত অনেক বড় দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। যাতে অন্যান্য বাংলাদেশি আম্পায়ারদের সামনেও সুযোগ আসে।
সম্প্রতি প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইউরোপে অনূর্ধ্ব-২১ বয়সভিত্তিক এক প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেছেন সেলিম লাকি।
এবার অলিম্পিক বাছাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন কুশলী এ আম্পায়ার। ভবিষ্যতে অলিম্পিক ম্যাচ পরিচালনায় নিজের স্বপ্নের কথা জানিয়েছেন সেলিম লাকি।
মন্তব্য করুন