বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব চ্যাম্পিয়নশিপ- ২০২২ (নারী-পুরুষ) চূড়ান্ত প্রতিযোগিতায় ডিএমপি নারী দল ও ডিএমপি পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় নারী দলে রানার আপ হয়েছে ঢাকা রেঞ্জ। তৃতীয় স্থান অধিকার করে এপিবিএন। অপরদিকে পুরুষ দলে রানার আপ হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তৃতীয় স্থান অধিকার করেছে ঢাকা রেঞ্জ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এন্টি টেরোরিজম ইউনিটের অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সহসভাপতি ও ডিআইজি (ফিন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সাধারণ সম্পাদক ও এআইজি (হেলথ, ওয়েলফেয়ার আন্ড পেনশন) মো. নাজমুল ইসলাম।
মন্তব্য করুন