রাশিয়ার টেনিস সেনসেশন মিরা আন্দ্রেভার বয়স মাত্র ১৬ বছর তবে এর মধ্যেই টেনিসের খবর যারা রাখেন তারা নিশ্চিত যে টেনিস তার পরবর্তী তারকা পেয়ে গেছে। ১৬ বছরের এই কিশোরী অস্ট্রেলিয়ান ওপেনের নারীদের দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই তিউনিসয়ার ওনস জাবেউরকে।
বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশে সময় ভোরে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভোরে মুখোমুখি হয়েছিলেন নারীদের ষষ্ঠ বাছাই তিউনিসিয়ার ওনস জাবেউর ও ৪৭তম বাছাই রাশিয়ার ১৬ বছর বয়সী মিরা আন্দ্রিভা। মাত্র ৫৪ মিনিটের ব্যবধানে সবাইকে চমকে দেন আন্দ্রিভা। সরাসরি সেটে হারান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম রানার আপ জাবেউরকে।
ম্যাচশেষে আন্দ্রিভা বলেন যে অস্ট্রেলিয়ান ওপেন থেকে তার আইডল ওনস জাবেউরকে হারানো ‘সম্ভবত’ তার ছোট্ট ক্যারিয়ারের সেরা প্রদর্শন ছিল।
৫৪ মিনিটে ম্যাচ শেষ করার পর আন্দ্রিভা বলেন, ‘আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। ডব্লিউটিএ ট্যুরের আগে আমি সবসময় জাবেউরের ম্যাচ দেখতাম। তিনি আমার কাছে অনুপ্রেরণার আরেক নাম।’ এদিন ৬-০, ৬-২ সেটে ম্যাচ জেতে তৃতীয় রাউন্ডে পা রাখেন আন্দ্রিভা।
ব্রেন্ডা ফ্রুহভার্তোভা এবং আলিনা কর্নিভা বিদায় নেওয়ায় মেলবোর্ন ড্রয়ে আন্দ্রেভাই টিকে রইলেন সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা চেক প্রজাতন্ত্রে ফ্রুহভার্তোভার বিরুদ্ধে ৬-৩ ও ৬-২ সেটে জিতেন। অবশ্য প্রথম সেটে প্রতিযোগিতামূলক শুরুই করেছিলেন তার কিশোরী প্রতিপক্ষ। তবে শেষ পর্যন্ত সাবালেঙ্কার শক্তির সাথে পেরে উঠেননি।
তবে ম্যাচ শেষে তার প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি তিনি। নাম্বার ওয়ান এই তারকা বলেন “১৬ বছর বয়সী একজন হিসেবে ব্রেন্ডা একটি অবিশ্বাস্য কাজ করছে এবং আমি ওর বয়সে এই রকম খেলতে পারলে খুব খুশি থাকতাম।”
অন্যদিকে ১০ম বাছাই ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ আরেক ১৬ বছরের কিশোরী মাইয়া কর্নিভাকে হারিয়েছেন।
গত বছর ফ্রেঞ্চ ওপেন দিয়ে কোনো মেজর টুর্নামেন্টে নাম লেখান আন্দ্রিভা। তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন ওই আসরে। গত ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কোকো গফের কাছে হেরে গিয়েছিলেন তিনি । এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে জাবেউরকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন আন্দ্রিভা। শীর্ষ দশে থাকা কাউকে এই প্রথমবারই হারালেন আগামীর তারকা মিরা আন্দ্রিভা। তবে বয়স কম হওয়ার কারনে ডাব্লিউটিএ মিরাকে সব প্রতিযোগিতায় খেলতে দেয় না।
মন্তব্য করুন