গোসল শরীর ও মনে প্রশান্তি আনে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগজীবাণু থেকে মুক্তি পেতে মানুষকে গোসল করতেই হয়। আর এই গরমে তো বারবার গোসলের বিকল্প নেই। তবে আজ আপনারা চাইলে একটু আয়েশ করে গোসল করতে পারেন। কারণ, আজ আন্তর্জাতিক গোসল দিবস।
প্রশ্ন জাগতে পারে গোসল দিবস কীভাবে এলো বা কারা এর প্রচলন করল? জানা যায়- ১৪ জুন গ্রিক গণিতবিদ, বিজ্ঞানী এবং পণ্ডিত আর্কিমিডিস গোসল করার সময় আবিষ্কার করেছিলেন, পানিতে ডুবে কোনো বস্তুর আয়তন সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে! এই আবিষ্কারের উত্তেজনা ধরে রাখতে না পেরে আর্কিমিডিস বাথটাব থেকে লাফিয়ে উঠে চিৎকার করে বলেন, ‘ইউরেকা, ইউরেকা!’ শুধু তাই নয় তিনি আনন্দে গ্রিসের সিরাকিউজের রাস্তায় দৌড়াতে শুরু করেন। সেই দিনকে স্মরণে আজকের দিনটি গোসল দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
গোসলের অনেক উপকারিতা আছে। যেমন- রোগজীবাণু প্রতিরোধ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, শরীর-মনকে ফ্রেশ রাখে ইত্যাদি। আজ যেহেতু গোসল দিবস, তাই আজ পানির সঙ্গে ফুলের পাপড়ি, লেবু মিশিয়ে গোসল করতে পারেন। আজকের গোসলটা না হয় অন্যদিনের চেয়ে একটু আলাদা হলো। তাহলে তীব্র এই গরমে গোসল আপনাকে এনে দিবে একটু বেশি প্রশান্তি।
মন্তব্য করুন