কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বেশিরভাগ মানুষ কেন বাম হাতেই বাচ্চাদের কোলে নেয়?

শিশুকে বাম হাতে কোলে নিয়েছেন মা। ছবি : সংগৃহীত
শিশুকে বাম হাতে কোলে নিয়েছেন মা। ছবি : সংগৃহীত

অনেক শিল্পকর্মেও দেখা যায় বাম হাতে শিশুদের কোলে নেওয়ার প্রবণতা। মেরিকে তার বাম বাহুতে শিশু যিশুকে কোলে নিয়ে চিত্রিত করা হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রায় ৭৫ শতাংশ মানুষ তাদের বাম হাত ব্যবহার করেন নবজাতক শিশুকে কোলে নেওয়ার সময়। অর্থাৎ প্রতি ১০০ জন ডানহাতিদের মধ্যে গড়ে ৭৫ জন শিশুদের বাম হাতে কোলে নেন।

এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ মনে করেন এতে শিশুরা হৃদস্পন্দন ভালোভাবে অনুভব করে, আবার কেউ মনে করেন বাচ্চাদের সাথে সহজে যোগাযোগ করা যায় এজন্য বাম হাত দিয়ে তাদের কোলে নেন। তবে, সর্বাধিক গ্রহণযোগ্য যুক্তিটি হলো, বাম হাতে শিশুকে ধরে রাখলে একই সময়ে ডান হাত ব্যবহার করে অন্যান্য কাজও করা যায়।

৪ থেকে ৮৬ বছর বয়সী ৭৬৫ জনের ওপর করা গবেষণায় দেখা গেছে, ৭৫ শতাংশ মানুষ তাদের দুর্বল বাহুতে পুতুল বহন করতে স্বাচ্ছ্যন্দবোধ করেন। এ গবেষণা থেকে ধারণা করা যায় যে শিশুকে বাম কোলে নেওয়ার মূল কারণ শক্তিশালী বাহুটিকে অন্যান্য কাজের জন্য মুক্ত রাখা।

তবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু কম বয়সী শিশুদের বেলায় এটি দেখা যায়। কারণ যেসব বাচ্চার ওজন বেশি, তাদের বহন করার জন্য শক্তিশালী বাহুকেই ব্যবহার করেন মানুষ।

নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনটিএনইউ) মনোবিজ্ঞান বিভাগের নিউরোসাইকোলজির অধ্যাপক অড্রে ভ্যান ডার মির বলেন, গবেষকরা ঘটনাটি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

ভ্যান ডার মির এই বিষয়ে সর্বশেষ অভিজ্ঞতামূলক ডেটা এবং মেটা-বিশ্লেষণ নিয়ে সম্প্রতি অ্যাকাডেমিক জার্নাল ইনফ্যান্সিতে একটি পর্যালোচনা নিবন্ধ প্রকাশ করেছেন।

অনেক শিল্পকর্মেও বাম হাতে শিশুদের কোলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। মেরিকে তার বাম বাহুতে শিশু যিশুকে কোলে নিয়ে চিত্রিত করা হয়েছে।

প্রতি চারজনের তিনজন ব্যক্তি শিশুকে তাদের দুর্বল বাহুতে কোলে নেয়।

কয়েক বছর আগে যখন ভ্যান ডার মির এবং অসামান্য হুসবি একসাথে কাজ করেছিলেন, তখন হুসবি মনোবিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি ভ্যান ডার মিরের তত্ত্বাবধানে ঘটনাটির ওপরে একটি পরীক্ষামূলক ব্যাচেলর থিসিস লিখেছিলেন।

সেই বছরে হুসবি এবং আরও ৩৪ জন স্নাতক শিক্ষার্থী তাদের পরিবার ও বন্ধুবান্ধব, কিন্ডারগার্টেন, স্কুল এবং স্পোর্টস ক্লাবসহ বিভিন্ন উৎস থেকে ক্র্যাডিং ডেটা সংগ্রহ করেন। তারা প্রত্যেকে আলাদাভাবে ২০ জন করে ব্যক্তির ওপর পুতুল দিয়ে পরীক্ষা চালান। এই ২০ জনের মধ্যে অন্তত ৫ জন বাঁহাতি ছিল।

তারা ৪ থেকে ৮৬ বছর বয়সী ৭৬৫ জনের ওপর পরীক্ষাটি চালান। পরীক্ষায় তাদের বলা হয় যে কোনো একটি বাহুতে একটি পুতুল ঝুলিয়ে রাখতে। গবেষকরা দেখতে পান, এদের মধ্যে ৫৬৭ জনই (৭৫ শতাংশ) পুতুলটিকে তাদের দুর্বল বাহুতে ঝুলিয়ে রাখেন। গবেষকরা অংশগ্রহণকারীদের হাতের পছন্দেরও মূল্যায়ন করেছেন।

হৃৎস্পন্দন না কি শ্রবণশক্তি?

এই তত্ত্ব অনুযায়ী, বেশিরভাগ লোকেরা শিশুকে বাম হাতে কোলে নেন যাতে শিশুরা তাদের হৃৎস্পন্দন ভালোভাবে শুনতে পারে। সব মানুষের হৃৎপিণ্ড বাম দিকে অবস্থিত। তবে কি হৃৎস্পন্দনের শব্দ কোনো শিশুকে প্রশান্ত করতে বা কোনো প্রাপ্তবয়স্কের সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করতে পারে?

হতে পারে এটি আমাদের শ্রবণশক্তির সঙ্গেও সম্পর্কিত। মানুষ তাদের ডান কানের চেয়ে বাম কান দিয়ে দ্রুত শব্দ প্রক্রিয়া করে। এই তত্ত্ব মতে, বেশিরভাগ লোকই শিশুকে বাম দিকে রাখে, কারণ আমরা আমাদের বাম কান এবং চোখ ব্যবহার করে শিশুর সংবেদনশীল অবস্থা সম্পর্কে তথ্য পেয়ে থাকি। এ ছাড়া বাম দিক থেকে সংকেতগুলো মস্তিষ্কের ডান হেমিস্ফিয়ারে পাঠানো হয়ে থাকে যা আমাদের আবেগ এবং মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে।

শক্তিশালী বাহুর সাথে সম্পর্কিত

কয়েক বছর আগে ভ্যান ডার মির গবেষক হুসবির সাথে একটি পরীক্ষামূলক গবেষণা প্রকাশ করেছিলেন। এই তত্ত্বটি ব্যাখ্যা করে, এই আচরণের সাথে আমাদের শক্তিশালী বাহুর এক ধরনের সম্পর্ক রয়েছে।

অধ্যাপক ভ্যান ডার বলেন, ‘মজার বিষয় হলো- যৌক্তিক বলে মনে হলেও এ নিয়ে এখনও পর্যাপ্ত ব্যাখ্যা নেই।’ তবে নতুন অনুসন্ধান এই তত্ত্বকে বেশি পোক্ত করেছে।

এ অধ্যাপক বলেন, ‘বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই ডানহাতি। আর এটিই বেশিরভাগ মানুষের বাম হাতে বাচ্চা কোলে নেওয়ার সবচেয়ে ভাল ব্যাখ্যা বলে এখন পর্যন্ত মনে করি।’

শিশুদের কোলে নেওয়ার পাশাপাশি আমাদের আরও অনেক কাজ করতে হয়। সুবিধাজনকভাবে অন্যান্য কাজ করার জন্যই আমরা যে হাত কম ব্যবহৃত হয় সে হাতেই শিশুদের কোলে নিই। আমরা চাই আমাদের ‘ব্যস্ত হাত’ মুক্ত থাকুক অন্য কাজের জন্য।

বেশিরভাগ মানুষই ডান হাতকে মুক্ত রাখার জন্য শিশুকে বাম দিকে কোলে নেন। সাধারণভাবে বলতে গেলে, বাঁহাতি ব্যক্তিদের পক্ষে তাদের ডান বাহুতে একটি শিশুকে কোলে নেওয়াটাই সবচেয়ে স্বাভাবিক।

অধ্যাপক মির বলেন, ‘এটি উল্লেখ করা প্রয়োজন যে প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের অনেকগুলো ছবি রয়েছে, যেখানে দেখা যায় তিনি তার ডান বাহুতে একটি শিশুকে জড়িয়ে ধরেছেন। তিনি বাঁহাতি।’

আমাদের বেশিরভাগের মতো ওয়েলসের রাজকুমারি ডানহাতি কেটও তার বাম বাহুতেই বাচ্চাদের কোলে রাখেন।

ঘটনাটি শুধু শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। শিশুরা বড় এবং ওজনে ভারি হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ লোকেরা তাদের শক্তিশালী বাহু ব্যবহার করেই তাদের কোলে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১০

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

১১

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

১২

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৩

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

১৪

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

১৫

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

১৬

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

১৭

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১৮

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১৯

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

২০
X