পৃথিবী আজ অনেক এগিয়ে গেছে। স্মার্ট হচ্ছে সবকিছু। স্মার্ট ফোন, স্মার্ট ঘড়ির পাশাপাশি স্মার্ট হয়েছে আরও নানা পণ্য। এবার শোনা যাচ্ছে বাজারে আসছে স্মার্ট বন্দুক। আমেরিকার কলোরাডোর ‘বায়োফায়ার’ নামে একটি সংস্থা বাজারে আনছে এই স্মার্ট বন্দুক।
স্মার্ট বন্দুকের নানা সুবিধা রয়েছে। বন্দুকের মালিক ছাড়া এই বন্দুক কেউ চালাতে পারবেন না। কাজ করবে কেবলমাত্র মালিকের আঙুলের ছাপে। অন্য কেউ বন্দুকটি নিয়ে শত চেষ্টা করলেও গুলি চালাতে পারবেন না।
এসব জেনে সবাই এটা নিতে আগ্রহ প্রকাশ করবে। এ জন্য স্মার্ট বন্দুকের বাজারমূল্য কত হবে, তা নিয়ে শুরু হয়েছে নানা কৌতূহল। শোনা যাচ্ছে, স্মার্ট বন্দুকের দাম হতে পারে ১ লাখ ২৫ হাজার টাকা।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর স্মার্ট বন্দুক তৈরির কাজ হাতে নেয় সংস্থাটি। বৃহস্পতিবার তারা জানায়, তারা বিশ্বের প্রথম বায়োমেট্রিক স্মার্ট বন্দুক তৈরি করে ফেলেছে। বন্দুকটিতে ‘ফিঙ্গারপ্রিন্ট আনলকিং সিস্টেম’ রয়েছে।
এর আগে ১৯৯০ সালে স্মার্ট বন্দুক তৈরির ভাবনা প্রথম মাথায় আসে বিজ্ঞানীদের। সে সময় এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। যার কারণে তা আর বাস্তবায়ন হয়নি।
মন্তব্য করুন