রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এখন আর কঠিন নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ভাষা শিক্ষাকে করেছে সহজ ও আকর্ষণীয়। কথোপকথন অনুশীলন, ব্যাকরণ সংশোধন, শব্দভান্ডার সমৃদ্ধকরণ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে এটি ইংরেজি শেখার অভিজ্ঞতাকে করে তুলছে কার্যকর। এ টুলটি ব্যবহার করে যে কেউ সহজেই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারেন।

যারা ইংরেজিতে মোটামুটি পারদর্শী এবং আরও দক্ষ হতে চান, তাদের জন্য চ্যাটজিপিটি একটি কার্যকর সহযোগী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বিভিন্ন প্রম্পট ব্যবহার করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের সাহায্যে ইংরেজি দক্ষতা উন্নত করা সম্ভব। ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

কথোপকথন প্র্যাকটিস

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজি শেখার প্রথম ধাপে সহজ কথোপকথন বা দৈনন্দিন সংলাপ অনুশীলন করা যায়। নির্দিষ্ট পরিস্থিতির জন্য চ্যাটজিপিটিকে সংলাপ তৈরি করতে বলতে পারেন। উদাহরণস্বরূপ, প্রম্পটে লিখুন: ‘Can you write a chat between two people at an airport?’ এতে বিমানবন্দরে দুজনের কথোপকথন পাবেন। বিভিন্ন পরিস্থিতি উল্লেখ করে এভাবে সংলাপ নিয়ে ইংরেজি চর্চা করা যায়, যা ব্যবহারিক দক্ষতা বাড়ায়।

এ ছাড়া, চ্যাটজিপিটির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন করে তা বিশ্লেষণ করতে বলতে পারেন। আপনার লেখা পরীক্ষা করে ব্যাকরণ, বাক্য গঠন বা শব্দ ব্যবহারের ভুল সংশোধন করতে বলুন। এতে ধীরে ধীরে আপনার ইংরেজি লেখার দক্ষতা উন্নত হবে।

ভোকাবুলারি বা শব্দভান্ডার

ইংরেজিতে সাবলীল যোগাযোগের জন্য বেশি শব্দ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাটজিপিটি ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজনীয় শব্দ ও বাক্যাংশ সহজে শিখতে পারেন। শুধু শব্দের অর্থ নয়, কোন প্রেক্ষাপটে তা ব্যবহৃত হয়, তাও বিস্তারিত জানা যায়। চ্যাটজিপিটি প্রতিটি শব্দের অর্থ, ব্যবহার ও উদাহরণ দিয়ে শেখায়।

আইইএলটিএস বা টোফেলের মতো পরীক্ষার প্রস্তুতি নিলে চ্যাটজিপিটিকে পরীক্ষার জন্য উপযোগী শব্দের তালিকা তৈরি করতে বলতে পারেন। এতে লক্ষ্যভিত্তিক শব্দ শেখা আরও ফলপ্রদ হয়।

শব্দ শেখার জন্য শুধু তালিকা মুখস্থ নয়, চ্যাটজিপিটি ব্যবহার করে খেলার মাধ্যমেও শেখা যায়। ‘ওয়ার্ড গেইম’ খেলে মজার ও কার্যকরভাবে শব্দভান্ডার বাড়ানো সম্ভব। নিচে এমন একটি খেলার উদাহরণ দেওয়া হলো:

ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেইম :

প্রথমে একটি শব্দ লিখে খেলা শুরু করুন। তারপর চ্যাটজিপিটিকে সেই শব্দের সঙ্গে সম্পর্কিত আরেকটি শব্দ দিতে বলুন। চ্যাটজিপিটির দেওয়া নতুন শব্দের সঙ্গে মিলিয়ে আপনি আরেকটি শব্দ বলুন। এভাবে খেলা চালিয়ে যান। এটি শুধু নতুন শব্দ শেখার পদ্ধতি নয়, শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রেও সহায়ক।

ওয়ার্ড স্ক্র্যাম্বল :

চ্যাটজিপিটিকে বলুন কোনো শব্দের অক্ষর এলোমেলোভাবে সাজাতে। তারপর চেষ্টা করুন সেই অক্ষরগুলো সঠিকভাবে গুছিয়ে আসল শব্দটি খুঁজে বের করতে। এই খেলা আপনার বানান ও শব্দ চেনার দক্ষতা বাড়াবে। এ ছাড়া ইংরেজি শেখার প্রক্রিয়াটিকে আরও মজাদার করে তুলবে।

ফিল ইন দ্য ব্ল্যাংক :

চ্যাটজিপিটিকে বলুন কিছু বাক্য তৈরি করতে, যেখানে কয়েকটি শব্দ ফাঁকা থাকবে। তারপর সেই শূন্যস্থানগুলো নিজে পূরণ করার চেষ্টা করুন। এই অনুশীলন আপনার শব্দভান্ডার ও বাক্য গঠনের দক্ষতা বাড়াবে। শব্দ জানার পর এর অর্থ বোঝার জন্য অতিরিক্ত প্রম্পট ব্যবহার করতে পারেন।

ব্যাকরণ শেখার জন্য চ্যাটজিপিটি হতে পারে কার্যকর সহায়ক

চ্যাটজিপিটি কুইজ ও উদাহরণের মাধ্যমে ইংরেজি ব্যাকরণ শেখার জন্য দুর্দান্ত সহায়ক। ব্যবহারকারীরা verb, tense, parts of speech বা punctuation marks সম্পর্কে সরাসরি জানতে পারেন। উদাহরণস্বরূপ, বলতে পারেন: ‘Present perfect tense দিয়ে বাক্য ও ব্যাখ্যা দাও।’ শুধু এটি নয়, সব ধরনের টেন্স বা ব্যাকরণের বিষয়ে উদাহরণ ও ব্যাখ্যা পাওয়া যায়। এসব তথ্য সহজে নিজে নিজে শেখার পথ করে দেয়।

চ্যাটজিপিটি ব্যক্তিগত গ্রামার চেকার হিসেবেও কাজ করে। একটি ছোট লেখা বা অনুচ্ছেদ লিখে ব্যাকরণের ভুল সংশোধন ও ব্যাখ্যা চাইলে, এটি ভুল ধরে বিস্তারিত বোঝায়। একই ব্যাখ্যা ভিন্নভাবে চাইলেও তা দিতে পারে এই অক্লান্ত সহায়ক। ইংরেজি পড়া ও লেখার দক্ষতা বাড়াতে এটি বিভিন্ন স্ক্রিপ্ট, ব্যাখ্যা ও বাক্য শেখায়।

ইংরেজি বলার দক্ষতা বাড়াতে কী করবেন

ইংরেজি ভালো না জানার কারণে অনেকে কথা বলতে লজ্জা বা সংকোচ বোধ করেন। একা একা কথা বলার চেষ্টা প্রায়ই একঘেয়ে ও নীরস লাগে। চ্যাটজিপিটি এই সমস্যা দূর করতে সাহায্য করতে পারে।

আগে শুধু লিখিত কথোপকথন সম্ভব হলেও, এখন চ্যাটজিপিটির মোবাইল অ্যাপে ভয়েস মোডে ইংরেজি বলার অনুশীলন করা যায়। অ্যাপ খুলে নিচের ডান কোণে ‘হেডফোন’ আইকনে ক্লিক করলেই ভয়েস মোড চালু হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বললে চ্যাটজিপিটি উত্তর দেবে, যেন বাস্তব কথোপকথন হচ্ছে। নিয়মিত এই চর্চা আপনার ইংরেজি বলার দক্ষতা অনেক বাড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবু শপ যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট উদ্বোধন 

আজ চন্দ্রগ্রহণ, স্মার্টফোনেই তুলে ফেলুন দারুণ ছবি!

৭ দিন পর জ্ঞান ফিরেছে ইমতিয়াজের, মামুনের খুলি এখনও ফ্রিজে

নিজেকে বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন দাবি আর্জেন্টাইন তারকার

নতুন লড়াইয়ে নেমেছেন রণিতা দাস

গবেষণা / বরফ পিচ্ছিল হয় কেন, প্রচলিত ধারণা বদলে দিল গবেষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাশরুম খেয়ে মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টার কথা স্বীকার করলেন পাইলট  

স্কুলে মিড ডে মিল চালু কবে জানালেন গণশিক্ষা উপদেষ্টা

ডিজিটাল স্বর্ণের যুগে বিশ্ব, শুরু লন্ডন থেকে

১০

ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ

১১

মায়ের হাতে দুই বছরের শিশু খুন

১২

ব্যাংকিং টিপস / বৈধ পথে রেমিট্যান্স গ্রহণ করুন

১৩

স্কুলে ছাত্রদলের কমিটি নিয়ে সারজিসের কড়া মন্তব্য

১৪

ধর্ষণ মামলায় ওলামা লীগের নেতা গ্রেপ্তার

১৫

সর্বকালের সেরা একাদশে যাদের রাখলেন আফ্রিদি

১৬

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

১৭

সৌদি-ইরানের থেকেও বেশি তেল ভেনেজুয়েলায়, তারপরও লাভে নেই

১৮

দুই মহাসড়ক অবরোধ

১৯

রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

২০
X