

আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবন অনেকটাই থেমে থাকে। অফিসের কাজ হোক বা মজা-গল্প, সবই এই ছোট ডিভাইসের ওপর নির্ভর করে। কিন্তু হঠাৎ ফোন চার্জ না হলে কী হবে? বিরক্তি তো আছেই, সঙ্গে দুশ্চিন্তাও!
ভয় নেই। বেশিরভাগ চার্জিং সমস্যার সহজ সমাধান আছে। নিচের কিছু ধাপ অনুসরণ করলেই বাড়িতে বসেই সমস্যার সমাধান করা সম্ভব।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন : আপনি ফোন চার্জে দিলেন, কিন্তু চার্জ বাড়ছে না? হতে পারে অনেক অ্যাপ পেছনে চলতে থাকায় ব্যাটারি বেশি খাচ্ছে। সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। এতে চার্জিং দ্রুত হবে এবং ব্যাটারি ভালো থাকবে।
ফোন রিস্টার্ট দিন : ছোটখাটো সফটওয়্যার সমস্যা চার্জিংয়ে বাধা দিতে পারে। সমাধান সহজ: ফোন বন্ধ করুন, কয়েক মিনিট অপেক্ষা করুন, তারপর আবার চালু করুন। অনেক সময় এই একধাপেই চার্জিং ঠিক হয়ে যায়।
চার্জার ও কেবল পরীক্ষা করুন : ফোন চার্জ হচ্ছে না মানেই সব সময় ফোনের দোষ নয়। অনেক সময় চার্জিং কেবল বা অ্যাডাপ্টার নষ্ট থাকে। অন্য ডিভাইসে চার্জার লাগিয়ে দেখুন কাজ করছে কি না। যদি সমস্যা থাকে, নতুন এবং মূল ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন। কম দামি বা জেনেরিক চার্জার ফোনের ক্ষতি করতে পারে।
চার্জিং পোর্ট পরিষ্কার করুন : ধুলো বা ময়লা জমে পোর্ট ব্লক হয়ে গেলে চার্জ ঠিকমতো হয় না। নরম শুকনো কাপড় দিয়ে আলতোভাবে পোর্ট পরিষ্কার করুন। সাবধান: ধাতু বা পানি ব্যবহার করবেন না।
সমস্যার সমাধান না হলে সার্ভিস সেন্টার : উপরের সব চেষ্টা করেও যদি চার্জ না হয়, তাহলে অনুমোদিত সার্ভিস সেন্টারে যান। ব্যাটারি বা চার্জিং পোর্টে বড় সমস্যা থাকলে তা পেশাদারভাবে ঠিক করানোই নিরাপদ।
ছোট ছোট পরীক্ষা ও যত্নেই স্মার্টফোন চার্জিং সমস্যা অনেকটা সমাধান করা সম্ভব। নিয়মিত পোর্ট পরিষ্কার ও মূল চার্জার ব্যবহার করা অভ্যাসে আনুন, ফোন দীর্ঘসময় ভালো থাকবে।
সূত্র : প্রযুক্তি
মন্তব্য করুন