সারা দেশে জুলাই মাসে ২৫৫ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৩১ জন নারী ১২৪ জন কন্যা রয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।
এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ কন্যাসহ ৬৪ জন। তার মধ্যে সাত কন্যাসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। দুই কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে দুই কন্যা।
এ ছাড়াও ১৩ কন্যাসহ ২০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৫ কন্যাসহ ১৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন চার কন্যা। নারী ও কন্যা পাচারের ঘটনার শিকার হয়েছে একজন। দুজন এসিডদগ্ধের শিকার হয়েছেন, এর মধ্যে একজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।
বিভিন্ন কারণে ১ কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন, এর মধ্যে ৯ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই কন্যাসহ ৯ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে দুটি। এক গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। সাত কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৭ কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। চার কন্যাসহ ছয়জন অপহরণের ঘটনার শিকার হয়েছে।
এ ছাড়াও তিন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ৩টি এবং বাল্যবিয়ের চেষ্টার ঘটনা ঘটেছে ৯টি। এক কন্যাসহ দুজন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এ ছাড়া পাঁচ কন্যাসহ ১৩ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
মন্তব্য করুন