সাম্প্রদায়িক হামলা, লুটতরাজ বন্ধ করে দেশে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মালেকা বানু। সঞ্চালনা করেন অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
ডা. ফওজিয়া মোসলেম গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং মানবিক সমাজ গড়ে তোলার জন্য নারী সমাজসহ সবাইকে আহ্বান জানান।
মালেকা বানু বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় নারীর মর্যাদা, সমঅধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অংশীজনের সঙ্গে আলোচনার সব পর্যায়ে নারীকে অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন