বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে শিল্পী নিলুফার রহমানের ‘জাতির সমাপ্তি’ প্রদর্শনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে নিলুফার রহমান বলেন, এই প্রদর্শনীটি আমার জন্য শুধু একটি ব্যক্তিগত প্রদর্শনী নয়। আমাদের জাতির স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছে তাকে স্মরণ করেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সামাজিক এবং রাজনৈতিক সমস্যা মোকাবিলা, ‘একটি জাতির সমাপ্তি’-এর মধ্যে পড়ে।
তার ‘কালমিনেশন অব এ নেশন’-এর প্রতিটি প্রোট্রেট মুক্তিযুদ্ধকালীন মানুষদের সেই সময়ে ঘটনায় চিত্রায়ণ করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের তথ্যগুলো তার বাবা সূক্ষ্মভাবে নথিভুক্ত করেছিলেন। এগুলো কোনোটাই কাল্পনিক চরিত্র নয়।
প্রদর্শনী চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ।
মন্তব্য করুন