কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আফগান গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা

নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচারে কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি : এএফপি
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচারে কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি : এএফপি

দেশব্যাপী গণমাধ্যমে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার।

সোমবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

ছবি প্রকাশে নিষেধাজ্ঞার এ আইন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সাইফুল ইসলাম খাইবার। নতুন নিয়মের আওতায়, গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ করা এবং ইসলাম ধর্মকে নিয়ে রসিকতা বা অবমাননাও নিষিদ্ধ হবে। তালেবানের দাবি, এ আইনের উদ্দেশ্য হলো, শরিয়া আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখলের পর থেকেই শরিয়া আইন কার্যকর করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তালেবান। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলেও একই ধরনের নিয়ম ছিল।

গণমাধ্যমে ছবি প্রকাশে নিষেধাজ্ঞার আইনটি এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। বাস্তবে, তালেবান কর্মকর্তারা নিয়মিত সামাজিকমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ করে থাকেন। তবে সরকার ঘোষণা করেছে, আইনটির বাস্তবায়ন ধীরে ধীরে করা হবে এবং কঠোর শরিয়া নীতির প্রতি সম্মান বজায় রাখতে নিয়মটি মেনে চলা বাধ্যতামূলক হবে।

এ নতুন আইন দেশটির গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরও প্রশ্ন তুলেছে। গণমাধ্যমের জন্য এ আইন বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশ, যা তালেবানের জন্মস্থান হিসেবে পরিচিত, সেখানকার কর্তৃপক্ষ এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ থেকে বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে এক চিঠিতে বলা হয়েছিল, ‘সরকারি-বেসরকারি যে কোনো অনুষ্ঠান বা সমাবেশে জীবিত মানুষের বা প্রাণীর ছবি তোলা থেকে বিরত থাকুন, কারণ এটি ভালো থেকে বেশি ক্ষতি করে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তাদের কার্যক্রমের বর্ণনা দিতে লেখা বা অডিও বিষয়বস্তু ব্যবহার করা যাবে, তবে জীবিত জিনিসের ছবি বা ভিডিও গ্রহণ করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

১০

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

১১

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

১২

ভালোবাসার এক বছর 

১৩

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

১৪

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

১৫

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা জানালেন জয়শঙ্কর

১৬

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

১৭

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৮

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

১৯

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

২০
X