কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আফগান গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা

নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচারে কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি : এএফপি
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচারে কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি : এএফপি

দেশব্যাপী গণমাধ্যমে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার।

সোমবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

ছবি প্রকাশে নিষেধাজ্ঞার এ আইন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সাইফুল ইসলাম খাইবার। নতুন নিয়মের আওতায়, গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ করা এবং ইসলাম ধর্মকে নিয়ে রসিকতা বা অবমাননাও নিষিদ্ধ হবে। তালেবানের দাবি, এ আইনের উদ্দেশ্য হলো, শরিয়া আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখলের পর থেকেই শরিয়া আইন কার্যকর করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তালেবান। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলেও একই ধরনের নিয়ম ছিল।

গণমাধ্যমে ছবি প্রকাশে নিষেধাজ্ঞার আইনটি এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। বাস্তবে, তালেবান কর্মকর্তারা নিয়মিত সামাজিকমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ করে থাকেন। তবে সরকার ঘোষণা করেছে, আইনটির বাস্তবায়ন ধীরে ধীরে করা হবে এবং কঠোর শরিয়া নীতির প্রতি সম্মান বজায় রাখতে নিয়মটি মেনে চলা বাধ্যতামূলক হবে।

এ নতুন আইন দেশটির গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরও প্রশ্ন তুলেছে। গণমাধ্যমের জন্য এ আইন বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশ, যা তালেবানের জন্মস্থান হিসেবে পরিচিত, সেখানকার কর্তৃপক্ষ এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ থেকে বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে এক চিঠিতে বলা হয়েছিল, ‘সরকারি-বেসরকারি যে কোনো অনুষ্ঠান বা সমাবেশে জীবিত মানুষের বা প্রাণীর ছবি তোলা থেকে বিরত থাকুন, কারণ এটি ভালো থেকে বেশি ক্ষতি করে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তাদের কার্যক্রমের বর্ণনা দিতে লেখা বা অডিও বিষয়বস্তু ব্যবহার করা যাবে, তবে জীবিত জিনিসের ছবি বা ভিডিও গ্রহণ করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

নরসিংদীতে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

রাজধানীতে আজ কোথায় কী

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

১০

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

১১

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১২

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৩

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৭

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

১৮

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

২০
X