কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

কৃত্রিম সূর্য তৈরিতে আরেক ধাপ এগোলো চীন

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম সূর্য তৈরির এ প্রচেষ্টা ভবিষ্যতের জ্বালানি সংকট সমাধানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। ছবি : সংগৃহীত
বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম সূর্য তৈরির এ প্রচেষ্টা ভবিষ্যতের জ্বালানি সংকট সমাধানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। ছবি : সংগৃহীত

পূর্ব চীনের আনহুই প্রদেশের হফেই শহরের ‘সায়েন্স আইল্যান্ড’ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা ফিউশন শক্তি উন্নয়ন এবং এর প্রয়োগ নিয়ে কাজ করে চলেছেন। যা চীনের পরবর্তী প্রজন্মের বিশুদ্ধ জ্বালানির উৎস- যাকে বলা হচ্ছে ‘কৃত্রিম সূর্য’ তৈরির গবেষণারই অংশ। এ উদ্যোগ বৈশ্বিক জ্বালানি চাহিদার টেকসই সমাধান প্রদানে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি, এই প্রকল্পের অধীনে চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং ম্যাগনেটের ডায়নামিক পরীক্ষা ব্যবস্থা তৈরি করেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি জানিয়েছে, এ পরীক্ষা ফিউশন প্রযুক্তির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুবৃহৎ সুপারকন্ডাক্টিং ম্যাগনেটের সফল পরীক্ষা

প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের গবেষক সিন চিংকাং জানান, সুপারকন্ডাক্টিং ম্যাগনেটের ডায়নামিক পরীক্ষা ব্যবস্থা ফিউশন প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রথম রাউন্ডের পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগিরই আরও উন্নত প্যারামিটার এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার দিয়ে একাধিক পরীক্ষা চালানো হবে।

দীর্ঘ ১০ বছরের প্রচেষ্টায় এ সুবৃহৎ সুপারকন্ডাক্টিং ম্যাগনেটটি তৈরি করা হয়েছে। এটি ফিউশন রিয়েক্টরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। চুম্বকটির কার্যকারিতা পরিমাপের জন্য একটি গতিশীল পরীক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন হয়, যা চীনা গবেষকরা সফলভাবে স্থাপন করেছেন।

অত্যাধুনিক পরীক্ষামূলক সিস্টেম

এই সিস্টেমে রয়েছে ৬.৫ মিটার ব্যাস এবং ৯.২ মিটার উচ্চতার একটি বড় বায়ুশূন্য কনটেইনার। এতে অত্যন্ত নিম্ন তাপমাত্রা, উচ্চ বৈদ্যুতিক প্রবাহের পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য উন্নত সিস্টেম রয়েছে। এটি বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা চালানোর পাশাপাশি সুপারকন্ডাক্টিং ম্যাগনেটের কার্যকারিতার তথ্য সংগ্রহ করতে সক্ষম।

প্রথম রাউন্ডের পরীক্ষায় সর্বোচ্চ স্থির বৈদ্যুতিক প্রবাহ ৪৮ কিলোঅ্যাম্পিয়ার ছিল, যা গবেষকদের প্রত্যাশা পূরণ করেছে। ভবিষ্যতে এই সিস্টেমের বহন ক্ষমতা ৫০ কিলোঅ্যাম্পিয়ারের বেশি হবে এবং এর চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের হার প্রতি সেকেন্ডে ১.৫ টেরাওয়াটে পৌঁছাবে।

ফিউশন প্রযুক্তির উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা

গবেষক সিন চিংকাং আরও জানান, এ উন্নত সিস্টেমের মাধ্যমে বড় প্রবাহ, একাধিক কয়েল এবং উচ্চ চৌম্বক ক্ষেত্রের গতিশীল পরীক্ষাগুলো পরিচালনা করা সম্ভব হবে। চীনা গবেষকরা আরও জানিয়েছেন, সুপারকন্ডাক্টিং ম্যাগনেট ডায়নামিক পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি ফিউশন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ১৮টি সাব-সিস্টেমের প্রায় সবগুলোর কাজ সম্পন্ন হয়েছে। এগুলোর একত্রীকরণ পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে।

কৃত্রিম সূর্যের পথে অগ্রগতি

চীনের গবেষকরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ গবেষণা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন হবে। এই প্রকল্প সফল হলে তা বৈশ্বিক জ্বালানি চাহিদার জন্য একটি পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে প্রমাণিত হতে পারে।

চীনের এই গবেষণার অগ্রগতি বৈজ্ঞানিক মহলে বড় ধরনের সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম সূর্য তৈরির এই প্রচেষ্টা ভবিষ্যতের জ্বালানি সংকট সমাধানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

শৈত্যপ্রবাহ আর কয় দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১০

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

১১

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

১২

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

১৩

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৪

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

১৫

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

১৬

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

১৭

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

১৮

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

১৯

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

২০
X