কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ায় দল গোছাতে চাইছে চীন

বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে স্মরণকালের সবচেয়ে জটিল বাণিজ্যযুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মার্কিন অর্থনীতির আধিপত্যের জায়গা আবার ফিরিয়ে আনতে চাইছেন। সে জন্য ইতিমধ্যে বড় ধরনের শুল্ক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর ১০ শতাংশ থেকে শুরু করে ১৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে এখানে মূলত টার্গেট হয়েছে চীন।

ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বসিয়েছেন। অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও চীনরে ওপর ধার্য শুল্ক ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই চাপে হার না মেনে পাল্টা শুল্ক আরোপ করেছে চীনও। ফলে দুদেশের মধ্যে জটিল এক বাণিজ্যযুদ্ধের সূত্রপাত ঘটেছে।

বেইজিং একদিকে পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্পকে মোকাবিলা করতে চাচ্ছে, একইসঙ্গে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়া দেশগুলোকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে চাইছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়ার তিনটি দেশই ট্রাম্পের ঘোষিত বড় ধরনের ‘পাল্টাপাল্টি শুল্কে’র আওতায় পড়েছে।

বার্তায় বলা হয়েছে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের আমন্ত্রণে আগামী ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করবেন শি জিনপিং। এ ছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ও কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন চীনা প্রেসিডেন্ট।

এদিকে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এবার চীনে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জানা গেছে, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলনে মিলিত হবেন ইউরোপীয় নেতারা। শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

কাউন্সিলের ওই মুখপাত্র বলেন, সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য আমরা চীনের সঙ্গে সমন্বয় করছি। আশা করা হচ্ছে, এটি জুলাইয়ের দ্বিতীয়ার্ধে চীনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের পদক্ষেপকে ‘একতরফা উৎপীড়ন’ হিসেবে আখ্যায়িত করেন। এই শুল্ক ব্যবস্থা প্রতিরোধে তিনি ইউরোপীয় ইউনিয়নকে বেইজিংয়ের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানান। এবার এশিয়ার চার দেশে জিনপিং এর টানা সফরে অনেকে ধারণা করছেন, যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এশিয়ায় দল গোছাতে চাইছে চীন।

সূত্র : এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১০

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

১১

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১২

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১৩

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১৪

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৫

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৬

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৭

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৮

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৯

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

২০
X