চীন এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। তিনি বলেন, চীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
নিকি বলেন, যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে অর্ধশতাব্দী কাটিয়ে দিয়েছে চীন। বর্তমানে তাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে গেছে।
এর দুদিন আগে যুক্তরাষ্ট্রের ওহাইওতে চীন সম্পর্কিত পররাষ্ট্রনীতিবিষয়ক এক বক্তব্য দেন ইন্দো-আমেরিকান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামস্বামী। তারপর নিকিও চীন সম্পর্কে এমন মন্তব্য করলেন।
তিনি অভিযোগ করেন, চীন যুক্তরাষ্ট্রের অধিপত্য খর্ব করতে শুরু করেছে। বর্তমানে নির্মাণক্ষেত্রের কর্মসংস্থান দখল করেছে দেশটি। এ ছাড়া তারা আমাদের বাণিজ্যের গোপনীয় বিষয়গুলোও জেনে গেছে। দেশটি এখন ওষুধ থেকে শুরু করে প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পগুলো নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের দেখানো পথ অনুসরণ করে দেশটি অল্প সময়ের মধ্যে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
প্রেসিডেন্ট পদপ্রার্থী আরও বলেন, চীন এখন সব ক্ষেত্রে প্রথম হতে চায়। দেশটির কমিউনিস্ট পার্টির মনোভাবও স্পষ্ট। তারা বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছে। এটি স্পষ্টত যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও দেশটি এখন এশিয়া ও এশিয়ার বাইরে আধিপত্য বিস্তার করছে।
মন্তব্য করুন