কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সুইজারল্যান্ডের সহায়তা বন্ধ নিয়ে যা জানা গেল

সুইজারল্যান্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ড বাংলাদেশসহ ৩টি দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে। সুইস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় তাদের উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সুইস পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এল্টশিঙ্গার বিবিসিকে জানিয়েছেন, এতদিন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে কাজ করে আসছিল। তবে বাজেট কাটছাঁটের কারণে এই সহায়তা ধাপে ধাপে কমানো হবে।

বাংলাদেশের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেটি অন্যান্য দেশগুলোর জন্য ব্যবহৃত হয়েছে। এই মানদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে সুইস উন্নয়ন সহযোগিতার (এসডিসি) বিশেষ অবদান। সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি পররাষ্ট্র নীতি (যেমন, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও অর্থনৈতিক সহযোগিতা)।

তবে সুইজারল্যান্ড পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জানান, তারা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে। কিছু বিশেষ খাতে, যেমন রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, নির্দিষ্ট সহায়তা অব্যাহত থাকতে পারে।

কেন সহায়তা বন্ধ?

সুইস সরকার তাদের উন্নয়ন বাজেট কমানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৫ থেকে ধারাবাহিকভাবে ২০২৮ সালের মধ্যে ৪৩১ মিলিয়ন সুইস ফ্রাঁ বাজেট কমানো হবে। এর অংশ হিসেবেই বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের জন্য কী প্রভাব?

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব পড়তে পারে। তবে সরকারের অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এদিকে ২০২৮ সালের পর বাংলাদেশ আর সুইস উন্নয়ন সহায়তার তালিকায় থাকবে না, তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চালু থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

কী পরিমাণ সহায়তা পায় বাংলাদেশ?

বাংলাদেশ সুইস উন্নয়ন সহায়তার শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। ২০২৩ সালে বাংলাদেশে ৩৪১ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ ছিল। সুইস অর্থায়নের তালিকায় এশিয়ার মধ্যে ফিলিস্তিন, সিরিয়া, মিয়ানমার ও আফগানিস্তানের পরে বাংলাদেশের অবস্থান ছিল। অন্যদিকে, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য সহায়তার পরিমাণ আরও কম ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনির্দিষ্টকালের শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : নুরুদ্দিন অপু

চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কি ভালো? যা বলছে বিজ্ঞান

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

বহিষ্কৃত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টাকে দলে ফেরাল বিএনপি

আপিলে বহাল জামায়াত প্রার্থীর মনোনয়ন, মিষ্টি বিতরণ

১০

ডাবলু হত্যা আইনের প্রতি চরম অবমাননা : মির্জা ফখরুল

১১

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? যে রোগের শিকার হতে পারেন

১২

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১৩

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

১৪

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

১৫

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

১৬

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

১৭

ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাস, কার পক্ষ নিলেন

১৮

নোবেল বিজয়ীর দাবি / ইরানে লিথ্যাল উইপনের গুলিতে ১২ হাজার বিক্ষোভকারী নিহত

১৯

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনা

২০
X