কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের রিসোর্ট ভাঙচুর করে লেখা হলো ‘গাজা বিক্রির জন্য নয়’

গাজার ওপর ইসরায়েলের লাগাতার হামলা ও মার্কিন প্রশাসনের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদেই তারা এ আক্রমণ চালিয়েছে। ছবি : সংগৃহীত
গাজার ওপর ইসরায়েলের লাগাতার হামলা ও মার্কিন প্রশাসনের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদেই তারা এ আক্রমণ চালিয়েছে। ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডে অবস্থিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ফিলিস্তিনপন্থি একদল আন্দোলনকারী। তারা রিসোর্টের লনে বড় অক্ষরে লিখে দিয়েছেন- ‘গাজা বিক্রির জন্য নয়’।

শনিবার (৯ মার্চ) স্কটল্যান্ডের টার্নবেরি নামের ওই বিলাসবহুল গলফ রিসোর্টে এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনপন্থি গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশন এ হামলার দায় স্বীকার করেছে।

ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদেই হামলা

প্যালেস্টাইন অ্যাকশন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানায়, গাজার ওপর ইসরায়েলের হামলায় মার্কিন প্রশাসনের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদেই তারা এ আক্রমণ চালিয়েছে।

গ্রুপটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছে, ব্রিটেনে ট্রাম্পের সবচেয়ে ব্যয়বহুল গলফ কোর্স হচ্ছে টার্নবেরি। আমরা সেখানে গিয়েছিলাম এই বার্তা দেওয়ার জন্য যে, গাজা বিক্রির জন্য নয়। ইসরায়েলের গণহত্যায় মার্কিন প্রশাসনের সহযোগিতার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।

গ্রুপটি আরও জানায়, তাদের হামলার কারণে রিসোর্টটির কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সেখানে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে।

প্যালেস্টাইন অ্যাকশনের বিবৃতি

প্যালেস্টাইন অ্যাকশন এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প এমনভাবে গাজা নিয়ে কথা বলছেন, যেন এটি তার ব্যক্তিগত সম্পত্তি। আমরা তাকে মনে করিয়ে দিতে চাই যে, তার নিজস্ব সম্পত্তিও নিরাপদ নয়। যতদিন মার্কিন-ইসরায়েলি উপনিবেশবাদ চলবে, ততদিন এই ধরনের প্রতিরোধ চলবে।

ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজা নিয়ে নেওয়া এবং এটিকে আরও আধুনিকভাবে গড়ে তোলা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এও একই ধরনের বক্তব্য দেন।

এর আগেও ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সবকিছু দেওয়া হচ্ছে। হামাস যদি তাদের শর্ত না মানে, তবে তাদের কোনো সদস্যই নিরাপদ থাকবে না।

ট্রাম্পের এসব বক্তব্য ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে, যার ফলস্বরূপ তার স্কটল্যান্ডের রিসোর্টে এ হামলার ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X