আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে পোল্যান্ড। এই পদক্ষেপ সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ ওঠার এক দিন পর নেওয়া হলো।
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি বলেন, হামলাটি কোনো দুর্ঘটনা নয়; বরং পোল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর অভূতপূর্ব আক্রমণ। তবে মস্কো দাবি করছে, হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে পোল্যান্ডসহ ন্যাটো সদস্যদের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে, কিন্তু আগে কোনো ন্যাটো দেশ সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত আলোচনা করবে।
মন্তব্য করুন