

ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওডেসা অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা ও একটি জাহাজ মালিক প্রতিষ্ঠান এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলের চর্নোমোরস্ক ও ওডেসা বন্দরে হামলা চালায়। ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মোট তিনটি তুর্কি মালিকানাধীন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে চর্নোমোরস্ক বন্দরে একটি বেসামরিক জাহাজে অগ্নিকাণ্ড নেভানোর ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, এই হামলার কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। এটি আবারও প্রমাণ করে যে রাশিয়া কূটনীতির সুযোগকে গুরুত্ব দিচ্ছে না এবং ইউক্রেনে স্বাভাবিক জীবন ধ্বংস করতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটি পানামার পতাকাবাহী ও তুর্কি মালিকানাধীন সেঙ্ক টি। তারা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলাটি হয়। এতে কোনো নাবিক হতাহত হননি। তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ওডেসা বন্দরে পৃথক হামলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী আহত হন এবং একটি কার্গো লোডার ক্ষতিগ্রস্ত হয় বলে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন। তিনি বলেন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা বেসামরিক লজিস্টিকস ও বাণিজ্যিক নৌপরিবহনকে লক্ষ্য করে করা হয়।
আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের তিনটি বড় কৃষ্ণসাগরীয় বন্দর দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় চর্নোমোরস্ক বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এতে কোনো তুর্কি নাগরিক আহত হননি। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা কৃষ্ণসাগরে চলমান যুদ্ধের প্রভাব ও নৌ-নিরাপত্তা নিয়ে তুরস্কের আগের উদ্বেগকে সত্য প্রমাণ করে।
বিবৃতিতে আরও বলা হয়, কৃষ্ণসাগরে উত্তেজনা এড়াতে নৌ-নিরাপত্তা, জ্বালানি স্থাপনা ও বন্দর অবকাঠামোর ওপর হামলা বন্ধে একটি সমঝোতা জরুরি।
মন্তব্য করুন