

কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পার্শ্ববর্তী ভোলনা এলাকায় আগুন ধরে যায়।
সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা জাহাজ দুটি থেকে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ড্রোন হামলার ফলে প্রায় ১ হাজার ৫০০ বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, যা সকাল পর্যন্ত জ্বলছিল।
ভোলনা এলাকা কের্চ প্রণালীর কাছে অবস্থিত এবং ক্রাইমিয়া সেতুর খুব কাছাকাছি। এই সেতুটি রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রুট।
রাশিয়া জানিয়েছে, ইউক্রেন নিয়মিতভাবে ক্রাস্নোদার অঞ্চলের তেল শোধনাগার, বন্দর ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে। কৃষ্ণ সাগর অঞ্চলটি রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সামরিক লজিস্টিকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন